• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অপেক্ষার অবসান! পর্দার নিখিল শ্যামা ফিরছে নতুন রূপে, প্রকাশ্যে আসতেই ঝড় তুলল প্রথম প্রোমো 

Published on:

নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,তিয়াসা লেপচা,Tiyasa Lepcha,বাংলা মিডিয়াম,Bangla Medium,নতুন সিরিয়াল,New Serial,প্রথম প্রোমো,First Promo

বাংলা টেলিভিশন জগতের অন্যতম হ্যান্ডসাম অভিনেতা হলেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। যদিও ছোট পর্দার দর্শকদের কারও কাছে তিনি নিখিল (Nikhil) আবার কারোর কাছে তিনি অভি (Abhi) নামেই বেশি পরিচিত। কিছুদিন আগেই টিভির পর্দায় শেষ হয়েছে তার জনপ্রিয় সিরিয়াল ‘উমা’। তারপর থেকেই বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে খুব শীগ্রই আসতে চলেছে নীল ভট্টাচার্যের নতুন সিরিয়াল।

আর এই সিরিয়ালে তিনি যে শ্যামা অভিনেত্রী তিয়াসা লেপচার সাথেই জুটি বাঁধতে চলেছেন এ কথাও জানা গিয়েছিল আগেই। এবার সেই জল্পনাকে সত্যি করেই আজ অর্থাৎ শনিবার সকালে চ্যানেলের তরফে প্রকাশ্যে  আনা হয়েছে পর্দার নিখিল শ্যামা জুটির নতুন ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’- এর প্রথম প্রোমো।

নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,তিয়াসা লেপচা,Tiyasa Lepcha,বাংলা মিডিয়াম,Bangla Medium,নতুন সিরিয়াল,New Serial,প্রথম প্রোমো,First Promo

প্রসঙ্গত কৃষ্ণকলি শেষ হওয়ার পর ফের একবার এই নতুন সিরিয়ালের (New Serial)হাত ধরে বাংলা টেলিভিশনের পর্দায় ফিরতে চলেছেন জনপ্রিয় জুটি নিখিল-শ্যামা। আর এবার তারা জি বাংলা ছেড়ে ফিরছেন স্টার জলসার পর্দায়। প্রসঙ্গত স্টার জলসার সাথে নীল ভট্টাচার্যের সম্পর্ক কিন্তু আজকের নয়। নিজের ক্যারিয়ারের শুরুটাই অভিনেতা করেছিলেন স্টার জলসার হাত ধরে।

নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,তিয়াসা লেপচা,Tiyasa Lepcha,বাংলা মিডিয়াম,Bangla Medium,নতুন সিরিয়াল,New Serial,প্রথম প্রোমো,First Promo

এই চ্যানেলের ‘ঠিক যেন লাভ স্টোরি’-তে অভিনয় করেই অভিনয়ে হাতেখড়ি  হয়েছিল অভিনেতার। এরপর তিনি জি বাংলার পর্দায় অভিনয় করেছেন পরপর তিনটি সিরিয়ালে। আর এবার ফের একবার তার স্টার জলসায় ফেরার পালা। এবার সঙ্গী হচ্ছেন তার অন্যতম সুপার হিট নায়িকা শ্যামা অভিনেত্রী তিয়াসা। প্রসঙ্গত কৃষ্ণকলি শেষ হওয়ার পর এটাই হতে চলেছে তিয়াসার দ্বিতীয় সিরিয়াল।


এছাড়া স্টার জলসায় এই প্রথম অভিনয় করতে চলেছেন তিনি। প্রসঙ্গত আসন্ন এই ধারাবাহিকের প্রথম প্রমোতে দেখা গিয়েছে গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিয়াসা।গ্রামেরই এক পাঠশালায় বাচ্চাদের বিজ্ঞান পড়ায় সে। তবে আদতে সে বাংলা মিডিয়ামের ছাত্রী। আর হঠাৎই তার কাছে দু-দুটি চাকরির  চিঠি আসে। তার মধ্যে একটি বাংলা মিডিয়াম স্কুলের এবং আরেকটি শহরের নামি ইংরেজি মিডিয়াম স্কুলের।

নীল ভট্টাচার্য,Neel Bhattacharya,তিয়াসা লেপচা,Tiyasa Lepcha,বাংলা মিডিয়াম,Bangla Medium,নতুন সিরিয়াল,New Serial,প্রথম প্রোমো,First Promo

আর শহরের সেই নামী  স্কুলেরই কর্মকর্তা চরিত্রে দেখা যাচ্ছে নীল ভট্টাচার্যকে। তার সাথেই দেখা গিয়েছে বাংলা টেলিভিশনের আরেকজন জনপ্রিয় অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীকে। মনে করা হচ্ছে এই ধারাবাহিকে তিনি খলচরিত্রে অভিনয় করবেন। প্রসঙ্গত প্রথম প্রোমো  প্রকাশ্যে আসতেই সিরিয়ালের বিষয়বস্তুকে বাহবা জানানোর পাশাপাশি নেটিজেনদের একাংশের দাবি বিষয়বস্তু ভালো হলে কি হবে! কিছুদিন পর এটাও সেই একই ধরনের সিরিয়ালে পরিণত হবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥