বিগত প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে বাংলার সেরা সিরিয়াল হয়ে উঠেছে ‘মিঠাই’ (Mithai)। মিঠাই ম্যাজিকে কাবু আট থেকে আশি সকলে। একটা সময় ছিল যখন প্রতি সপ্তাহেই এই সিরিয়ালের ঝুলিতে বেঙ্গল টপারের মুকুট ছিল ধরাবাঁধা। কিন্তু সময়ের সাথে এখন কমতে শুরু করেছে সিরিয়ালের টিআরপি। তবে টিআরপি স্কোর যাই হোক না কেন মিঠাইরানির জনপ্রিয়তা কিন্তু কমেনি এক ফোঁটাও।
একথা আমরা বলছি না,সোশ্যাল মিডিয়ায় ইরিয়ালের ফ্যানপেজ গুলোর দিকে তাকালেই সেকথা বোঝা যায় খুব ভালোভাবেই। দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই সিরিয়ালের নায়ক অর্থাৎ সিদ্ধার্থ (Sidhartha) অভিনেতা আদৃত রায় এবং নায়িকা মিঠাই অভিনেত্রী সৌমিত্রিশা কুন্ডু তো বরাবরই দর্শকদের নয়নের মণি। সেই সাথে দর্শকদের পছন্দের তালিকায় রয়েছেন এই সিরিয়ালের একাধিক অভিনেতা অভিনেত্রী।
এই তালিকায় বাড়ির বড় বৌ তোর্সাসহ রয়েছে মনোহরার হল্লা পার্টি অর্থাৎ শ্রী-রাতুল, রাজিব-নন্দা, নিপ-রুদ্র ছাড়াও স্যান্ডি সহ পিংকি জি (Pinki Ji)। প্রসঙ্গত ধারাবাহিকে এই পিঙ্কিজির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অনন্যা গুহ (Ananya Guha)।প্রসঙ্গত মিঠাই তে তার অভিনয়ের বয়স বেশি দিন না হলেও অল্পদিনের মধ্যেই সিরিয়ালের সমস্ত কলা-কুশলীদের ভীষণ আপন করে নিয়েছেন পর্দার পিংকি জি অভিনেত্রী অনন্যা।
এমনিতে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষার সাথে সিরিয়ালের প্রত্যেকেরই দারুন বন্ডিং। ব্যতিক্রম নয় তার পর্দার ছোটজা অর্থাৎ অভিনেত্রী অনন্যা গুহও। টিভির পর্দায় দর্শক সাধারণত মোদক বাড়ির এই দুই জায়ের মিষ্টি সম্পর্কই দেখে থাকেন।কিন্তু বাস্তবে ক্যামেরা অফ হতেই তাদের সম্পর্কটা ঠিক কেমন! তা জানার আগ্রহ কিন্তু কম বেশি অভিনেত্রীর সকল অনুরাগীদেরই রয়েছে। সম্প্রতি অফ ক্যামেরা পর্দার এই ছোটজার বিরুদ্ধে একগাদা অভিযোগ জানিয়েছিলেন মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা। তবে না ভয় পাওয়ার কিছুই নেই, সবটাই মজার ছলে করা।
অভিনেত্রী জানিয়েছেন অনন্যা তার সাথে চিপস শেয়ার করেন না। সেইসাথে অভিমানের সুরে মিঠাই জানিয়েছেন তার ছোটজা আজ পর্যন্ত তার নতুন গন্ধরাজ গাড়িতে তাকে চড়াইনি কিংবা গাড়ি কিনে কোন ট্রিট পর্যন্ত দেয়নি। তবে অনেকেই হয়তো জানেন না অফ ক্যামেরা এই দুই অভিনেত্রী নিজেদেরকে তুই করে কথা বলে। তাই তাদের মধ্যে সম্পর্কটা যে অফস্ক্রিনের মতো অফস্ক্রিনেও বন্ধুত্বপূর্ণ সে কথা আর বলার অপেক্ষা রাখে না।