• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অসুস্থ শরীরেও ছুটি নেই! নিৰ্মাতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন জনপ্রিয় অভিনেত্রী মৈয়েত্রী

Published on:

মৈয়েত্রী মিত্র,Maitryee Mitra,অসুস্থ,Ill,হাসপাতালে ভর্তি,Hospitalized

বাংলা বিনোদন জগতের অন্যতম একজন দাপুটে অভিনেত্রী হলেন মৈয়েত্রী মিত্র (Maitryee Mitra)। দীর্ঘ দু’দশকের অভিনয় জীবনে সিরিয়ালের পাশাপাশি একসময় তিনি চুটিয়ে কাজ করেছেন সিনেমাতেও। তাঁর দীর্ঘদিনের অভিনয়ের ঝুলিতে রয়েছে ‘গ্রামের রানি বাণীপাণি’, ‘তিতলি’, ‘উমা’র মতো একাধিক সিরিয়াল।

তবে সম্প্রতি অভিনেত্রীর অনুরাগীদের জন্য প্রকাশ্যে এসেছে একটি খারাপ খবর। অসুস্থ অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। শুটিংয়ের শেষে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী। সম্প্রতি নিজের অসুস্থতার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেছিলেন তিনি। নিজের অসুস্থতার কথা জানানোর পাশাপাশি সিরিয়ালের নির্মাতাদের ওপর বিস্ফোরক  অভিযোগ এনেছিলেন তিনি।

মৈয়েত্রী মিত্র,Maitryee Mitra,অসুস্থ,Ill,হাসপাতালে ভর্তি,Hospitalized

রবি ঠাকুরের বিখ্যাত উক্তি ‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই’ টেনে এনে অভিনেত্রী বলেছেন সম্প্রতি তেমনই অবস্থা হয়েছিল তাঁর। তাই একরাশ অভিমান নিয়ে নিজের সাথে ঘটে যাওয়া অনভিপ্রেত  দুঃখজনক ঘটনা কথা জানাতে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লিখেছিলেন গত ১০ ই অক্টোবর শুটিংয়ে গিয়ে আট ঘন্টা পা ঝুলিয়ে বসে থাকার পর আর সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না তিনি। এরপরেই অভিনেত্রী জানিয়েছেন তার একটি সমস্যা রয়েছে যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ‘গেঁটে বাত’।

মৈয়েত্রী মিত্র,Maitryee Mitra,অসুস্থ,Ill,হাসপাতালে ভর্তি,Hospitalized

তাই প্রথমে এই ব্যথাকে গুরুত্ব দেননি তিনি। রাতে জ্বর আসলে ওষুধ খেয়ে পরের দিন আবার শুটিংয়ে চলে এসেছিলেন অভিনেত্রী। যদিও সেসময় হাঁটার ক্ষমতা পর্যন্ত ছিল না তাঁর। জ্বরে গা পুড়ে গেলেও কাউকে কিছু না জানিয়ে প্রথমে দাঁতে দাঁত চেপে বসে ছিলেন মৈয়েত্রী। প্রথমদিকে অভিনেত্রী কিছু ইউনিটের কাউকে কিছু না জানালেও পরে সবাই জানতে পেরেও আড়াই ঘণ্টা সময় নিয়েছিলেন তারা অভিনেত্রীকে ছাড়বেন কিনা সেই সিদ্ধান্ত নিতে।

মৈয়েত্রী মিত্র,Maitryee Mitra,অসুস্থ,Ill,হাসপাতালে ভর্তি,Hospitalized

তাই খানিকটা রাগে অভিমানে অভিনেত্রী জানিয়েছেন অনেকেই হয়তো ভেবেছিলেন অন্য কোন কাজের জন্য হয়তো তিনি বেরিয়ে যেতে চাইছেন। তাই শেষে অভিনেত্রী জানিয়েছেন একজন অভিনেত্রী হিসাবে অভিনয় তার কাছে পুজো তাই পর্দার অভিনয় জীবনের চলার পথে তাকে করতে হয়নি। তাই এই পোষ্টের মধ্যে দিয়ে অন্তত কয়েকজন মানুষের কাছে নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন অভিনেত্রী। কমেন্ট সেকশনে উপচে পড়েছে ময়না মুখার্জি,ভাস্বর বন্দ্যোপাধ্যায়, মানসী সেনগুপ্ত এবং সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় এর ব্যক্তিত্বদের মতো কমেন্ট।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥