• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভাঙবে সব সাউথের রেকর্ড, আসছে বলিউডের কিং! রিলিজের আগেই কয়েকশো কোটি ঘরে তুলল শাহরুখের Jawan

Published on:

Shahrukh Khan Jawan Movie already made 250 crores says rumors

এক-দুই নয়, দীর্ঘ পাঁচ বছর পর ফের মুখ্য চরিত্রে দেখা যাবে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে (Shah Rukh Khan)। আগামী বছর একের পর এক বিগ বাজেট প্রোজেক্ট নিয়ে আসছেন অভিনেতা। ইতিমধ্যেই তা নিয়ে ‘বাদশা’ অনুরাগীদের আগ্রহ একেবারে তুঙ্গে উঠেছে। এসবের মাঝেই শাহরুখের আগামী সিনেমা ‘জওয়ান’ (Jawan) নিয়ে একটি বড় খবর সামনে এসেছে, যা শুনে নিঃসন্দেহে তাঁর ভক্তদের খুশি কয়েক গুন বেড়ে যাবে।

চলতি বছরের জুন মাসে শাহরুখ যখন একটি ভিডিওর মাধ্যমে ‘জওয়ান’এর কথা ঘোষণা করেছিলেন, তখনই তাঁর লুক, ছবির ভিস্যুয়াল এবং মিউজিক দেখে এককথায় পাগল হয়ে গিয়েছিলেন তারনুরাগিরা। এরপর থেকে ইউটিউবে এই ট্রেলার ভিডিওতে ভিউ বেড়েছে ঝড়ের বেগে। মাঝে অন্যান্য ছবির মত এই ছবি নিয়েও বয়কটের ডাক উঠেছিল ঠিকই, তবে সেটা খুব একটা প্রভাব ফেলবে বলে মনে হয় না ছবির আয়ের ওপর।

Shahrukh Khan Jawan Movie made 100 crores before trailer release

এদিকে ইতিমধ্যেই কানাঘুষো শোনা যাচ্ছিল, ছবি রিলিজের আগেই রেকর্ড যায় করে ফেলেছে জওয়ান। রিলিজের আগেই শাহরুখের সিনেমা বাকি ২৫০ কোটি টাকা আয় করে ফেলেছে। যা কিনা ছবির বাজেটের থেকেও বেশি। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের তরফ থেকে ১০০ কোটি টাকার পর্যন্ত প্রস্তাব মিলেছে। অ্যামাজন প্রাইম ভিডিওই নাকি এই বিশাল অঙ্ক দিতে রাজি হয়েছে বলে জানা যাচ্ছে।

তবে এখানেই শেষ নয়, কিং খানের ছবির স্যাটেলাইট রাইটস এর জন্যও মোটা টাকার প্রস্তাব মিলেছে ইতিমধ্যেই। সূত্র মতে আগামী বছর ২রা জুন রিলিজ হতে চলা শাহরুখ ও নয়নতারার ছবির স্যাটেলাইট সম্প্রচারের স্বত্ব ১৫০ কোটি টাকার বিনিময়ে কিনেছে জি মিডিয়া। তবে এই খবরের সত্যতা যাচাই করা যায়নি, কারণ কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি।

প্রসঙ্গত, ‘জওয়ান’ ছবির পরিচালনা করেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির নামী পরিচালক অ্যাটলি। ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে সাউথেরই নামী নায়িকা নয়নতারাকে। ভিলেন হিসেবে রয়েছেন সাউথ সুপারস্টার বিজয় সেতুপতি। এবার শোনা যাচ্ছে, ‘কিং খান’এর সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যাবে আর এক সাউথ সুপারস্টার থালাপতি বিজয় এবং বলি সুন্দরী দীপিকা পাড়ুকোনকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥