• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বৌ থাকতে পরকীয়া! সিরিয়ালের আসল ভিলেন অনুজ, কটাক্ষের জবাব দিলেন শিরিন অভিনেত্রী মধুরিমা

Published on:

গুড্ডি,Guddi,শিরিন,Shirin,মধুরিমা বসাক,Madhurima Basak,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

এই মুহূর্তে লীনা গাঙ্গুলীর লেখা অন্যতম চর্চিত একটি ধারাবাহিক হল ‘গুড্ডি’ (Guddi)। স্টার জলসার পর্দায় এই ধারাবাহিক নিয়ে ইদানিং দর্শকমহলে উঠেছে সমালোচনার ঝড়। আসলে লীনা গাঙ্গুলী মানেই বেশিরভাগ সিরিয়ালে বিশেষ গুরুত্ব পায় পরকীয়া, বেশিরভাগ নায়কদের আকর্ষণ  থাকে অন্য নারীদের প্রতি। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন গুড্ডি,অনুজ আর শিরিনের ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক।

যা পরবর্তীতে এসে পৌঁছেছে পরকীয়া থেকে শুরু করে শারীরিক সম্পর্কেও। ধারাবাহিকে প্রথমদিকে দেখা গিয়েছে গুড্ডির সাথে বিয়ের আগে থেকেই একে অপরকে পছন্দ করত শিরিন এবং অনুজ। তাই গুড্ডির সাথে অনুজের বিয়ে হলেও তাকে একেবারেই সহ্য করতে পারতো না সে। তাই এরপর নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে অবশেষে গুড্ডিকে ডিভোর্স দিয়ে শিরিনকেই বিয়ে করে অনুজ।

গুড্ডি,Guddi,শিরিন,Shirin,মধুরিমা বসাক,Madhurima Basak,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের সম্পর্কটা দিনে দিনে আরও বেশি জটিল হয়ে উঠছে। শিরিনের সাথে বিয়ের পর এখন আবার গুড্ডিকেই চোখে হারাচ্ছে অনুজ। একজন আইপিএস অফিসারের এমন চরিত্র দেখে মাথা ঠিক রাখতে পারেনি দর্শক। তাই অনুজের ওপর বেজায় খেপে গিয়েছে দর্শকদের একটা বড় অংশ। সকলের দাবি এইভাবে একটা সিরিয়ালে পরকীয়ার প্রচার করে সমাজের প্রতি অত্যন্ত খারাপ বার্তা দিচ্ছেন লেখিকা।

গুড্ডি,Guddi,শিরিন,Shirin,মধুরিমা বসাক,Madhurima Basak,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

সম্প্রতি এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের সাথে সাক্ষাৎকারে এপ্রসঙ্গে  মুখ খুলে ছিলেন শিরিন (Shirin) অভিনেত্রী মধুরিমা বসাক (Madhurima Basak)। ইতিপূর্বে তিনি শ্রীময়ী থেকে শুরু করে মোহর একাধিক সিরিয়ালে খলনায়িকা চরিত্রে অভিনয় করেছেন। গুড্ডির ক্ষেত্রেও অনেকটা একই ধরণের চরিত্রে দেখা যাচ্ছে তাকে। এপ্রসঙ্গে তিনি লেখিকা লীনা গাঙ্গুলীর দিকেই বল ঠেলে বলেছেন ‘‘লীনাদি আমার মেন্টর। উনি যেমনটা বলেন আমি তেমনটাই করি’।

গুড্ডি,Guddi,শিরিন,Shirin,মধুরিমা বসাক,Madhurima Basak,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

তবে গুড্ডির ক্ষেত্রে মধুরিমা মনে করেন এখানে তার চরিত্রটা সম্পূর্ণ নেতিবাচক নয়, আসলে সম্পর্কের গোলকধাঁধায় চরিত্রগুলোই জটিল হয়ে গিয়েছে। সেই সাথে অভিনেত্রী সাফ জানিয়েছেন এই সিরিয়ালের আসল ভিলেন তিনি নন অনুজ। তাছাড়া অভিনেত্রীর দাবি অনেকেই শিরিনকেও ভালবাসেন। এছাড়া দর্শকদের নিন্দা প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন ‘দর্শক নিন্দা করলে করুক। আমার খুব একটা যায় আসে না’। মাধুরিমার কথায় যত বেশি নিন্দা হবে, তত বেশি তিনি বুঝতে পারবেন তিনি  নিজের চরিত্রে ভাল কাজ করছেন।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥