টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির (Swastika Mukherjee) পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamta Banerjee) সাথে ছবি দিয়ে ট্রোলের মুখে পড়লেন জনপ্রিয় অভিনেত্রীর অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। সম্প্রতি রাজ্য সরকারের তরফে নিউটাউনে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। সেখানেই ঘটেছিল বাংলার এক ঝাঁক তারকা সমাবেশ।
হাজির ছিলেন ঊষা উথ্থুপ, জুন মালিয়া, ভরত কল থেকে শুরু করে বিনোদন জগতের এক ঝাঁক অভিনেতা অভিনেত্রী। তাদের মধ্যেই নজর কেড়েছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। গতকালই সেই অনুষ্ঠানের একগুচ্ছ ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন ‘স্বর্ণালী সন্ধ্যায়’। সেই পোষ্টের প্রথম ছবিতেই দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছবি দিয়েছেন অপরাজিতা।
এই ছবি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। কমেন্ট সেকশনে উপচে পড়েছে অসংখ্য অনুরাগীদের মন্তব্য, বলা ভালো কটাক্ষ। আসলে দীর্ঘদিনের অভিনয় জীবনে অভিনেত্রী অপরাজিতা আঢ্য নিজের অভিনয়গুণে মুগ্ধ করেছেন তাঁর অসংখ্য অনুরাগীদের। তাই তাঁর মতো একজন নামী অভিনেত্রীর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাথে ছবি তোলার বিষয়টিকে একেবারেই মেনে নিতে পারেননি তাঁর অনুরাগীদের একটা বড় অংশ।
যার আঁচ এসে পড়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। অভিনেত্রীর পোস্টের কমেন্ট সেকশনে কেউ লিখেছেন ‘বাহ আপনিও চটিপুজায় সামিল’! তো কেউ লিখেছেন ‘সন্মান করতাম আপনাকে। কিন্তু যেভাবে চটি পুজো করলেন, বুঝে গেলাম মেরুদন্ড বিক্রি করে দিয়েছেন।’ আবার একজন ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন ‘পরেরবারের ভোটের টিকিট কনফার্ম। রাজ্যের শিক্ষার এই বেহাল দশা যার জন্য তার সঙ্গেই এইসব। আগে ভালো ভাবতাম। শিক্ষিত ভাবতাম আপনাকে।’
প্রসঙ্গত কিছুদিন আগেই রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে যোগ দিয়েছিলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়েরপা ছুঁয়ে প্রণাম করার পাশাপাশি সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর দেওয়া চকলেট খেয়েছিলেন স্বস্তিকা। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম হইচই হয়নি। সকলেই কাঠগড়ায় তুলেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়কে। যদিও চুপ করে থাকেনি স্বস্তিকা। পাল্টা জবাব দিয়ে মুখে ঝামা ঘষে দিয়েছিলেন নেটিজেনদের।