• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেয়ের প্রচুর বয়ফ্রেন্ড আছে! হাটে হাঁড়ি ভাঙলেন মিঠাইয়ের সুপার কুল দাদু, লজ্জায় লাল পিসি

Published on:

মিঠাই,Mithai,অর্পিতা মুখার্জী,Arpita Mukherjee,স্বাগতা বসু,Swagata Basu,বিশ্বজিৎচক্রবর্তী,Biswajit Chakraborty

বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে এই মুহূর্তে বাংলার অন্যতম সেরা সিরিয়াল ‘মিঠাই’ (Mithai)। দেখতে দেখতে প্রায় ২বছর হতে চল এই সিরিয়ালের বয়স। দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই  বলার নেই। তাই সাপ্তাহিক টিআরপি স্কোর যাই হোক না কেন সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বোঝা যায় এই সিরিয়ালটি দর্শকদের মনের কতটা কাছের।

আসলে বাঙালির ঐতিহ্যের সাথে মিলেমিশে রয়েছে একান্নবর্তী পরিবারের মাধুর্য। আর এই সিরিয়ালের মধ্যে দিয়েই যেন দর্শকরা নতুন করে খুঁজে পেয়েছেন পুরনো সেই যৌথ  বাঙালি পরিবারের আন্তরিকতার ছোঁয়া। এক ছাদের তলায় মিলেমিশে সকলের থাকার মধ্যে যে এক আলাদাই তৃপ্তি রয়েছে এই সিরিয়ালের মধ্যে দিয়েই আরও একবার তা অনুভব করতে পারেন দর্শকরা। তাই মিঠাইরানীর  মোদক পরিবারকে বড্ড ভালোবাসেন সিরিয়াল প্রেমী দর্শকরাও।

মিঠাই,Mithai,অর্পিতা মুখার্জী,Arpita Mukherjee,স্বাগতা বসু,Swagata Basu,বিশ্বজিৎচক্রবর্তী,Biswajit Chakraborty

এই সিরিয়ালের নায়ক নায়িকা সিদ্ধার্থ (Sidhartha) মিঠাই তো বরাবরই দর্শকদের একেবারে নয়নের মণি।  সেই সাথে দর্শকদের পছন্দের তালিকায় রয়েছেন এই সিরিয়ালের একাধিক অভিনেতা অভিনেত্রী। এই তালিকায় মনোহরার হল্লা পার্টির প্রত্যেক সদস্য ছাড়াও রয়েছেন মোদক পরিবারের বর্ষীয়ান সদস্যরাও অর্থাৎ  রয়েছেন মিঠাই সিদ্ধার্থের দাদু সিদ্ধেশ্বর মোদক,ঠাম্মি এবং পিসিও।
মিঠাই,Mithai,অর্পিতা মুখার্জী,Arpita Mukherjee,স্বাগতা বসু,Swagata Basu,বিশ্বজিৎচক্রবর্তী,Biswajit Chakraborty
প্রসঙ্গত সিরিয়ালের মতই বাস্তব জীবনেও এই ধারাবাহিকের সমস্ত কলাকুশলীদের মধ্যে রয়েছে দারুন বন্ডিং।  সে কথা এতদিনে কম বেশি জেনে গিয়েছেন সকলেই। আসলে অফ ক্যামেরার দুর্দান্ত রসায়নটাই টিভি পর্দার ফুটে ওঠে অভিনয়ের মধ্যে দিয়ে। তাছাড়া এই সিরিয়ালে নতুন সদস্যরাও খুব অল্পদিনে আপন করে নিয়েছেন সিরিয়ালের সমস্ত কলাকুশলীদের।
মিঠাই,Mithai,অর্পিতা মুখার্জী,Arpita Mukherjee,স্বাগতা বসু,Swagata Basu,বিশ্বজিৎচক্রবর্তী,Biswajit Chakraborty
সেদিক দিয়ে দেখতে গেলে খুব অল্প দিনের মধ্যেই মোদক পরিবারের একজন হয়ে উঠেছে বাড়ির ছোট বৌমা পিংকি জি অভিনেত্রী অনন্যা এবং মিঠাই রানীর শাশুড়ি মা অনুরাধা অভিনেত্রী বিদীপ্তা। সম্প্রতি ‘টলি-ফ্যাক্টস’ নামে একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছিলেন মিঠাইয়ের দাদু, ঠাম্মি, এবং পিসি। সেখানে পুজোর আড্ডায় মেতে উঠেছিলে খুকি আর তার বাবা-মা। সেখানেই কথায় কথায়  জানা যায় দাদুআর ঠাম্মি দুজনেই পুজো কাটিয়েছেন কলকাতার বাইরে।

ঠাম্মি গিয়েছিলেন মালদ্বীপস, অন্যদিকে দাদাই গিয়েছেন পুরীতে। এ কথা শুনে হাসতে হাসতে পিসি অভিনেত্রী অর্পিতা মুখার্জী (Arpita Mukherjee) বলে ওঠেন খুকিকে কলকাতায় রেখেই বাবা মা ঘুরতে যাচ্ছে। তখনই পাশ থেকেই অর্পিতার অনস্ক্রিন বাবা বলে ওঠেন ‘খুকীর প্রচুর  বয়ফ্রেন্ড আছে’। একথা শুনে হেসে কুটোপাটি খাচ্ছেন নেটিজেনরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥