• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যোগিনীর সাজসজ্জায় ‘স্পোর্টস ব্রা’! ঠাকুর দেবতা নিয়ে ছেলেখেলা দেখে খেপে লাল দর্শকেরা

Published on:

গৌরী এলো,Gouri Elo,শিশু ভোলানাথ,Sishu Volanath,ট্রোল,Troll

সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয় অবসর সময় সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশি সকলেই। বিশেষ করে ধর্মীয় সিরিয়াল নিয়ে দর্শকমহলে তৈরি হয়েছে আলাদাই কৌতূহল। ঠাকুর দেবতা নিয়ে তৈরি এই সিরিয়াল দেখতে পছন্দ করেন ৮ থেকে ৮০ সকলেই। এই মুহূর্তে জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে এমনই দুটি ভক্তিমূলক ধারাবাহিক।

তার মধ্যে একটি হোল ‘শিশু ভোলানাথ’, ‘গৌরী এলো’ (Gouri Elo)। প্রসঙ্গত এই শিশু ভোলানাথ ধারাবাহিকটি আসলে জি টিভির পর্দায় সম্প্রসারিত একটি জনপ্রিয় হিন্দি সিরিয়াল। ইদানিং সেই সিরিয়ালটিই বাংলায় ডাবিং করে সম্প্রচারিত হচ্ছে জি বাংলার পর্দায়।প্রসঙ্গত বিনোদন জগতে এমন অনেক সিরিয়াল আছে যেখানে আগেও ধর্মীয় সিরিয়াল গুলিতে ঠাকুর দেবতাদের অপমান করা হয়েছে।

গৌরী এলো,Gouri Elo,শিশু ভোলানাথ,Sishu Volanath,ট্রোল,Troll

এবার ঠাকুর দেবতাকে অপমানের অভিযোগ উঠল জি বাংলার শিশু ভোলানাথ এবং গৌরী এল সিরিয়ালের বিরুদ্ধে। সম্প্রতি শিশু ভোলানাথ সিরিয়ালে এমনই একটি দৃশ্য দেখানো হয়েছে যেখানে যোগিনীর সাজ পোশাক দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনদের একাংশ। আসলে ওই এপিসোডে দেখা গিয়েছে যোগিনীকে পরানো হয়েছে স্পোর্টস ব্রা।

গৌরী এলো,Gouri Elo,শিশু ভোলানাথ,Sishu Volanath,ট্রোল,Troll

যা একেবারেই মেনে নিতে পারেননি দর্শকরা। পৌরাণিক কাহিনীর দেবদেবীর পোশাক নিয়ে এই ধরনের ছেলেখেলা একেবারেই ভালো চোখে দেখছেন না দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন যোগিনীর এই পোশাকের স্ক্রিনশট নিয়ে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন ‘এটা আমি কি দেখলাম! স্পোর্টস ব্রা! একজন যোগীনির সাজসজ্জা এটা? জী বাংলা হিন্দু ধর্ম কে আর কত অপমান করবে?’


তবে শুধু শিশু ভোলানাথ নয় গৌরী এলো সিরিয়াল নিয়েও প্রতিবাদে সোচ্চার হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় জি বাংলার অন্যতম টপার ধারাবাহিক গৌরী এলোর নায়িকা গৌরীর কাণ্ডকারখানা নিয়েও সোচ্চার হয়েছেন তিনি। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা জানেন এই সিরিয়ালের নায়িকা গৌরী মা কালীর ভক্ত। তাই তাঁকে দেবীর অংশ প্রমাণ করতে মাঝে মধ্যেই তাকে দিয়ে অদ্ভুত সব কাণ্ডকারখানা করানো হয়।

গৌরী এলো,Gouri Elo,শিশু ভোলানাথ,Sishu Volanath,ট্রোল,Troll

কখনও গায়ে গরম জল ঢেলে দেওয়া হচ্ছে, আবার কখনো গুন্ডা মেরে শায়েস্তা করতে মা কালী হয়ে উঠছে গৌরী। এইভাবে একের পর এক কুসংস্কার এই সিরিয়ালের মাধ্যমে সম্প্রচার করে ইতিমধ্যেই বহুবার দর্শকদের ক্ষোভের মুখে পড়েছেন এই সিরিয়ালের নির্মাতারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥