এদেশে সবচেয়ে জনপ্রিয় দুই জিনিসের মধ্যে একটি যদি বলিউড হয়, দ্বিতীয়টি নিঃসন্দেহে ক্রিকেট। ভারতে অনেক স্পোর্টস থাকলেও, ক্রিকেটারদের (Indian cricketers) মতো জনপ্রিয়তা কেউ পান না। সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এই ক্রিকেটারদের জনপ্রিয়তার কাছে ফেল হন অনেক বলিউড তারকাও।
তবে ক্রিকেটারদের প্রফেশনাল জীবনের বিষয়ে অনুরাগীরা সব কিছু জানলেও, তাঁদের ব্যক্তিগত জীবনের বিষয়ে কিন্তু অনেকেই জানেন না। আজকের এই বিশেষ প্রতিবেদনে টিম ইন্ডিয়ার ৫ জনপ্রিয় ক্রিকেটারের অজানা ফিল্মি লাভ স্টোরি (Filmy love story) তুলে ধরা হল।
মহেন্দ্র সিং ধোনি এবং সাক্ষী সিং ধোনি (MS Dhoni and Sakshi Singh Dhoni)- ২০০৭ সালে আইসিসি বিশ্বকাপের সময় ধোনি তাজ হোটেলে ছিলেন। সেই হোটেলেই কাজ করতেন সাক্ষী। সেখানেই তাঁকে প্রথম দেখে ভালোলেগে যায় ‘ক্যাপ্টেন কুল’এর। এরপর প্রায় বছর তিনেক সম্পর্কে থাকার পর ২০১০ সালে গাঁটছড়া বাঁধেন দু’জনে। এখন তাঁরা সুখে সংসার করছেন। ধোনি এবং সাক্ষীর একটি মেয়েও রয়েছে। তাঁর নাম জিভা।
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা (Virat Kohli and Anushka Sharma)- ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ২০১৭ সালে বলি সুন্দরী অনুষ্কার সঙ্গে গাঁটছড়া বাঁধেন। তাঁদের একটি মেয়েও রয়েছে। একটি শ্যাম্পুর বিজ্ঞাপন করতে গিয়ে ‘বিরুষ্কা’র প্রথম দেখা হয়। সেখানে বিরাট অনুষ্কার উচ্চতা নিয়ে একটু মশকরা করেছিলেন। কিন্তু অভিনেত্রী সটান বলে দিয়েছিলেন, একজন প্রফেশনাল মানুষের এই সব বিষয়ে কম নজর দেওয়া উচিত। অনুষ্কার এই স্পষ্টবাদী স্বভাবই মনে ধরে যায় বিরাটের।
রোহিত শর্মা এবং রিতিকা সাজদেহ (Rohit Sharma and Ritika Sajdeh)– ভারতের বর্তমান অধিনায়ক রোহিতের লাভ স্টোরিও কিন্তু বেশ ফিল্মি। হিটম্যান তাঁর ম্যানেজার রিতিকার প্রেমে পড়েছিলেন। তবে বলতে পারছিলেন না। একদিন মনে সাহস এনে রিতিকাকে সবটা বলে দেন। তিনিও রোহিতের প্রেমের প্রস্তাব মেনে নেন। শোনা যায়, ছোটবেলায় রোহিত যে মাঠে অনুশীলন করতেন, প্রোপোজের জন্য সেই বিশেষ জায়গাটিই বেছে নিয়েছিলেন।
হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্টানকোভিচ (Hardik Pandya and Natasha Stankovic)- হার্দিক এবং নাতাশার দেখা একটি পার্টিতে হয়েছিল। সেখানেই ‘কুংফু পান্ডিয়া’র ব্যবহার ভালোলেগে যায় বলি সুন্দরী। সেখান থেকেই মেলামেশা এবং এরপর সম্পর্কের শুরু। বেশ কিছুটা সময় প্রেমের সম্পর্কে থাকার পর একটি ঘরোয়া অনুষ্ঠানে সাত পাক ঘোরেন দু’জনে।
অরুণ লাল এবং বুলবুল সাহা (Arun Lal and Bulbul Saha)- তালিকার শেষ নামটি হল প্রাক্তন জাতীয় ক্রিকেটার এবং বাংলা ক্রিকেট দলের প্রাক্তন কোচ অরুণ লাল এবং তাঁর দ্বিতীয় স্ত্রী বুলবুলের। চলতি বছর ২ মে সাত পাক ঘুরেছেন দু’জনে।
জানিয়ে রাখি, ৬৬ বছরের অরুণের থেকে বুলবুল অনেকটাই ছোট। দু’জনের বয়সের ফারাক ২৮ বছরের। কিন্তু ভালোবাসার কাছে হার মেনেছে বয়স। দু’জনে এখন চুটিয়ে সংসার করছেন।