কিছু মানুষ থাকে যারা সাফল্যের শিখরে পৌঁছেও একই রকম থেকে যায়। বাংলার বুকেই রয়েছেন এমন একজন মানুষ, হ্যাঁ ঠিকই ধরেছেন সকলের প্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের (Arijit Singh) কথাই বলছি। আজ বলিউডের সর্বাধিক জনপ্রিয় গায়কদের মধ্যে অন্যতম অরিজিৎ সিং। তাঁর প্রতিটা গান মন্ত্রমুগ্ধ করে তোলে শ্রোতাদের প্রতিবারে। তবে সেলেব্রিটি হয়েও একেবারে একেবারেই মাটির মানুষ হয়ে খুব সাধারণ জীবনযাপন পছন্দ করেন তিনি।
গানের শোয়ের জন্য দেশের বিভিন্ন প্রান্তে তো বটেই বিদেশেও যাতায়াত লেগেই থাকে হামেশা। কিন্তু আর পাঁচজন যেখানে সাফল্য পেয়ে গ্রামের ভিটে ভুলে শহুরে জায়গা বেছে নেন থাকার ও কাজের জন্য সেখানেই ব্যতিক্রমী অরিজিৎ সিং। কাজের জন্য মুম্বাই থেকে শুরু করে বিভিন্ন শহরে থাকতে হলেও সময় পেলেই দৌড়ে চলে আসেন শৈশবের টানে ছোটবেলার বাড়ি জিয়াগঞ্জে।
বড়মাপের একজন সেলিব্রিটি হয়েও, গ্রামের সাধারণ মানুষের মধ্যেই মিশে যান তিনি। স্কুটি চালিয়ে রাস্তায় ঘুরে বেড়ানো থেকে বন্ধুদের সাথে আড্ডা সবই চলে। শুধু তাই নয়, নিজের গ্রামের গরিব দুঃখী মানুষদের জন্যও যথাসাধ্য কাজ করেন তিনি। গ্রামের বাচ্চারা যাতে ভালোভাবে শিক্ষা পায় তার জন্য ইংরেজি মাধ্যমে পড়ানোর ব্যবস্থা করিয়েছেন তিনি।
আর এবার আবারও একবার অরিজিৎ সিংয়ের মানবিক রূপ দেখা গেল। সুশিক্ষার ব্যবস্থার পর এবার গরিব মানুষদের জন্য সস্তায় খাবারের ব্যবস্থা করলেন গায়ক। কিভাবে? আসলে নিজের গ্রাম জিয়াগঞ্জেই একটি ভাতের হোটেল খুলেছেন অরিজিৎ সিং। হোটেলের নাম দিয়েছেন, ‘হেঁশেল’। আসলে হোটেলটি গায়কের পরিবারেরই, এর আগে তাঁর বাবা হোটেলটি চালাতেন।
এবার বাবার হোটেলের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছেন অরিজিৎ সিং। শুধু তাই নয়, গ্রামের গরিব মানুষদের কথা ভেবে এক অভিনব উদ্যোগ নিয়েছেন তিনি। যেখানে আর পাঁচটা সেলিব্রিটি হোটেল খুললে পাঁচতারা নামিদামি হোটেল খোলেন সেখানে একেবারে সাধারণদের জন্য হোটেল খুললেন তিনি। এই হোটেলে মাত্র ৩০ টাকাতেই মিলবে ভরপেট খাবার।
হ্যাঁ ঠিকই দেখছেন, অরিজিৎ সিংয়ের হোটেল ‘হেঁশেল’ এ মাত্র ৩০ টাকা থেকে শুরু হচ্ছে খাবার থালির দাম। সবজি, পনির, মাংস থেকে শুরু করে মটন সবই থাকবে এই হোটেলে। আর দামটাও থাকবে সাধ্যের মধ্যেই। স্বাভাবিকভাবেই এই খবর প্রকাশ্যে আসার পর নেটিজেনদের অনেকেই প্রশংসা করেছেন।