আজকাল একধিক চ্যানেলে একগাদা সিরিয়াল চলছে। তবে হাতে গোনা কয়েকটা ছাড়া কোনো সিরিয়ালই যেন দর্শকদের মন জিততে পারে না। অথচ একসময় দুর্দান্ত কিছু কাহিনী সকলের মনে ধরেছিল। এই যেমন কূটকচালি, পরকীয়া একেবারে দূরে সরিয়ে তৈরী হয়েছিল ‘ভুতু’ (Bhutu)। ছোট্ট দুস্টু মিষ্টি একটা ভুতের কান্ড কারখানা শুরু থেকেই মন জিতে নিয়েছিল সকলের। আর সিরিয়ালে ভুতু চরিত্রে অভিনয় করেছিলেন শিশুশিল্পী আর্শিয়া মুখোপাধ্যায় (Arshiya Mukherjee)।
সিরিয়াল শেষ হওয়ার পর বেশ কয়েক বছর কেটে গিয়েছে। সময়ের সাথে সাথে ভুতু থুড়ি আর্শিয়াও এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। তবে দর্শকেরা কিন্তু এখনো পর্দার সেই ছোট্ট ভুতুকে ঠিকই মনে রেখেছে। সেই কারণে করোনার সময় আবারও সম্প্রসারিত হয়েছিল ভুতু যা সবাই বেশ উপভোগ করেছে। এমনকি বাংলার পর হিন্দিতেও তৈরী হয়েছিল ভুতু। আর মজার বিষয় সেখানেও আর্শিয়াকেই দেখা গিয়েছিল ছোট্ট ভুতের চরিত্রে।
এরপর বহুদিন তাকে আর পর্দায় দেখা যায়নি। মাঝে অবশ্য ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ সিরিয়ালে ছোটবেলার মীরা হিসাবে দেখা গিয়েছিল তাকে। তবে পর্দায় খুব একটা দেখা না গেলেও নেটপাড়ায় কিন্তু বেশ সক্রিয় সকলের প্রিয় আর্শিয়া। প্রায়শই নিজের ছবি থেকে ভিডিও শেয়ার করে নেন লক্ষ লক্ষ অনুগামীদের সাথে। যা নিমেষের মধ্যেই ভাইরালও হয়ে পরে। তবে দর্শকেরা কিন্তু পছন্দের অভিনেত্রীকে আবারও পর্দায় দেখার জন্য অপেক্ষায় রয়েছে।
তাহলে কবে আবার টেলিভিশনে কামব্যাক করবে আর্শিয়া? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রীর মা। বর্তমানে বিডি মেমোরিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী আর্শিয়া। আপাতত পড়াশোনাতেই ফোকাস রয়েছে। তাছাড়া এই বয়সটা এমনই যে না শিশু চরিত্রে ভালো লাগবে না বড়সড় নায়িকা হিসাবেও মানাবে না। তাই এখন সেভাবে অভিনয়ের কথা ভাবছেন না।
আসলে বাচ্চার চরিত্রে বা পার্শ্ব চরিত্রে অভিনয় করতে আর রাজি নন আর্শিয়া। বরং নায়িকার চরিত্রতৈকরতে চান যেখানে তাকে গুরুত্ব দেওয়া হবে। আর্শিয়ার মায়ের মতে, আগামী মাস ছয়েকের মধ্যে এমন করো অফার যদি আসে তাহলে নিশ্চই অভিনয় করবেন তিনি। নাহলে হয়তো আরও কিছুটা অপেক্ষা করতে হবে দর্শকদের তাকে পর্দায় দেখার জন্য।
প্রসঙ্গত, ছোটপর্দার পাশাপাশি বড় পর্দাতেও ইতিমধ্যেই ডেবিউ করে ফেলেছেন আর্শিয়া। পরিচালক সৌকর্য্য ঘোষালের আগামী ছবিতে অভিনয় করেছেন তিনি। সেখানে জয়া আহসানের ছোটবেলার চরিত্রে দেখা যাবে আর্শিয়াকে। এই কাজটা করতে বেশ ভালো লেগেছে তার। আরও এমন ধরণের কাজ করতে চান বলেই জানান অভিনেত্রী।