• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৩১ বছরের কেরিয়ার, করেছেন শতাধিক ছবি! এই ৫ সিনেমার জেরেই আজ স্টার থেকে সুপারস্টার অজয় দেবগণ

১৯৯১ সাল থেকে বলিউডে কাজ করছেন নামী অভিনেতা অজয় দেবগণ (Ajay Devgn)। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন তিন দশকেরও বেশি সময়। অর্জন করেছেন একাধিক পুরস্কার, সম্মান। ‘ফুল অউর কাঁটে’ দিয়ে কেরিয়ার শুরু হয়েছিল। প্রথম ছবির জন্যই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেও, ‘সুপারস্টার’ তকমা পেয়েছেন কয়েক দশক পর। আজকের প্রতিবেদনে অজয়ের কেরিয়ারের এমনই  সিনেমার তুলে ধরা হবে যেগুলি তাঁর কেরিয়ারের মোড়ের সঙ্গেই ভাগ্যের চাকাও ঘুরিয়ে দিয়েছিল।

ফুল অউর কাঁটে (Phool Aur Kaante)- ১৯৯১ সালে রিলিজ হওয়া এই ছবি দিয়েই বলিউডে পথচলা শুরু অজয়ের। দুর্দান্ত একটি অ্যাকশন ফিল্ম ছিল এটি। পাশাপাশি সিনেমায় ছিল বেশ কিছু সুন্দর গান। দর্শকদের এখনও সেগুলি মনে আছে। কুকু কোহলি পরিচালিত এই সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছিল এবং সেই বছরের অন্যতম হিট সিনেমার তকমা আদায় করে নিয়েছিল।

   

Phool Aur Kaante

গঙ্গাজল (Gangaajal)- প্রকাশ ঝা পরিচালিত এই সিনেমা রিলিজ করেছিলেন ২০০৩ সালে। ছবিতে অজয় দেবগণকে একজন সৎ পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল। অজয়ের সঙ্গেই ‘গঙ্গাজল’এ অভিনয় করেছিলেন গ্রেসি সিং, আয়ুব খান, মুকেশ তিওয়ারির মতো শিল্পীরা। ছবিতে অজয়ের অভিনয় দর্শকদের মনে এখনও গেঁথে রয়েছে।

Gangaajal

গোলমাল (Golmaal)- রোহিত শেট্টির ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজির ছবিগুলিতে অজয়কে একেবারে অন্য রূপে দেখা যায়। ‘গোপাল’ চরিত্রে অজয়ের কাণ্ড কারখানা দেখে হাসি চেপে রাখা দায়। এখনও পর্যন্ত ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজির মোট ৪টি সিনেমা রিলিজ হয়েছে। প্রথম সিনেমা রিলিজ হয়েছিল ২০০৬ সালে। প্রথম সিনেমা থেকেই হিট ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজি।

Ajay Devgn in Golmaal

সিংঘম (Singham)- রোহিত শেট্টি-অজয় দেবগণ জুটি বরাবরই হিট। ‘গোলমাল’এ হাসির চরিত্রে দেখা দেওয়ার পর ‘সিংঘম’এ একেবারে রাফ অ্যান্ড টাফ অবতারে ধরা দিয়েছিলেন অজয়। ছবিতে একজন সৎ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অজয়ের ‘আতা মাঝি সটকলি’ সংলাপটি তো এখনও দর্শকদের মুখে মুখে ঘোরে। এখনও পর্যন্ত ‘সিংঘম’ ফ্র্যাঞ্চাইজির ২টি সিনেমা রিলিজ করেছে। দর্শকরা আপাতত তৃতীয় সিনেমার জন্য অপেক্ষা করছেন।

Singham

তানহাজিঃ দ্য আনসাং ওয়ারিয়র (Tanhaji: The Unsung Warrior)- ওম রাউত পরিচালিত এই সিনেমা অজয়ের কেরিয়ারের অন্যতম সেরা ছবিগুলির মধ্যে একটি। ২০২০ সালের ব্লকবাস্টার সিনেমাগুলির মধ্যে একটি এটি। ‘তানহাজি’র জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন অজয়।

Tanhaji

ওম রাউতের এই ছবিতে ছত্রপতি শিবাজির এক যোদ্ধা সুবেদার তানহাজির চরিত্রে অভিনয় করেছিলেন অজয়। দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল ছবির কাহিনী এবং ভিএফএক্সও।

site