গত ২ অক্টোবর ধুমধাম করে প্রকাশ্যে এসেছে প্রভাস (Prabhas), সইফ আলি খান (Saif Ali Khan), কৃতি শ্যানন (Kriti Shanon) অভিনীত ‘আদিপুরুষ’এর (Adipurush) টিজার। দীর্ঘ সময় ধরে এই ছবিটির অপেক্ষা করছিলেন দর্শকরা। কিন্তু টিজার দেখে ব্যাপক হতাশ হয়েছেন তাঁরা। সিনেমার বিরুদ্ধে উঠেছে হিন্দু দেবদেবীদের অপমানের মতো গুরুতর অভিযোগ। এবার আরও বড় আইনি জটিলতায় (Legal trouble) পড়ল প্রভাসদের সিনেমা।
‘আদিপুরুষ’ এবার এমন একটি জটিলতায় পড়েছে যার বড় রকমের ফল ভুগতে হতে পারে নির্মাতাদের। হিন্দু দেবদেবীদের ‘ভুল’ভাবে দেখানোর জন্য ছবিটি থিয়েটার রিলিজে ব্যানও (Ban) পর্যন্ত হতে পারে। সম্প্রতি ছবির পরিচালক ওম রাউত এবং সংলাপ লেখক মনোজ মুন্তাশির নিজেদের ছবির স্বপক্ষে বলেছেন যে, ‘আদিপুরুষ’ রামায়ণের প্রতি তাঁদের ভক্তি এবং শ্রদ্ধার একটি প্রমাণ। যদিও তাতে একটুও বরফ গলেনি।
সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ওম এবং মনোজের কথার কোনও ফল তো আসেইনি। বরং দিল্লির একটি কোর্টে ‘আদিপুরুষ’এর থিয়েটার রিলিজ ব্যান করে দেওয়ার একটি আবেদন জমা পড়েছে। জানিয়ে রাখি, এর আগে শ্রীরামের ভূমি অযোধ্যা মন্দিরের পুরোহিতও ছবিটি ব্যান করার ডাক দিয়েছিলেন।
সংশ্লিষ্ট প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আইনজীবী রাজ গৌরব ‘আদিপুরুষ’এর থিয়েটার রিলিজে ব্যানের এই আবেদন করেছেন। তাঁর অভিযোগ, ওম রাউতের এই সিনেমার টিজারে হিন্দু দেবতাদের ‘ভুল’ভাবে প্রদর্শন করা হয়েছে। আগামী ১০ অক্টোবর সোমবার শুনানি হবে।
এর আগে ‘আদিপুরুষ’ নিয়ে চলতে থাকা বিতর্কে দর্শকদের পাশাপাশি মুখ খুলেছিলেন বলিউডের একাধিক তারকাও। সেই লিস্টে নাম রয়েছে ‘শক্তিমান’ মুকেশ খান্না, রামানন্দ সাগরের ‘রামায়ণ’এর সীতা দীপিকা চিখলিয়া, লক্ষ্মণ সুনীল লহরীর। বিশেষত, মুকেশ তো এই ছবির টিজার দেখার পর বেশ রেগে গিয়েছিলেন।
অপরদিকে ‘আদিপুরুষ’ বিতর্কে মুখ খুলেছিলেন ওম এবং মনোজও। একটি নামী সংবাদমাধ্যমকে তাঁরা বলেছিলেন, ‘সত্যি কথা বলতে আমরা বেশ ভালো প্রতিক্রিয়া আশা করেছিলাম। কিন্তু মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। অনেক মানুষ এই (আদিপুরুষ) বিষয়ে ভালো বলছেন। অনেকে বলছেন না। অনেকের মাথায় বেশ কিছু দ্বন্দ রয়েছে। সত্যিই এটা একটা সফর ছিল’।