সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। অবসর সময়ে সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশি সকলেই। বছর বছর কত সিরিয়াল যায় আর আসে। তবে কিছু সিরিয়াল থাকে যা শেষ হয়ে গেলেও তার রেশ থেকে যায় দর্শকদের মনের মধ্যে। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে অত্যন্ত্য জনপ্রিয় এমনই একটি সিরিয়াল ছিল স্টার জলসার ‘সংসার সুখের হয় রমণীর গুণে’।
খুবই অল্প বয়সেএই সিরিয়ালের নায়িকা হয়েছিলেন অভিনেত্রী বিজয়লক্ষী চট্টোপাধ্যায় (Bijoylokkhi Chatterjee)। এই সিরিয়াল শেষ হয়েছে তারপর কেটে গিয়েছে কয়েক বছর। তবে আজও অভিনেত্রীকে মনে রেখেছেন দর্শকরা। এই সিরিয়াল থেকে দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। তবে সিরিয়াল শেষ হয়ে যাওয়ার পরেও তার রেশ থেকে গিয়েছে দর্শকদের মনের মধ্যে।
এই সিরিয়াল শেষ হওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। একের পর এক অভিনয়ের সুযোগ এসেছে তাঁর কাছে।প্রথম সিরিয়াল শেষ হতেই জি বাংলায় সিরিয়াল ‘দ্বিরাগমন’-এ নায়িকা হয়েছিলেন বিজয়লক্ষী। পরবর্তীতে এই সিরিয়াল শেষ হওয়ার পর শেষবার তাকে দেখা গিয়েছেন জি বাংলারই জনপ্রিয় সিরিয়াল ‘রানু পেল লটারি’-তে।
এই সিরিয়াল শেষ হয়েছে ২০২০ সালে। তারপরে লকডাউন পড়ে যাওয়ার পর পর পর দুবছর গ্যাপ চলে এসেছে অভিনেত্রীর ক্যারিয়ারে। তবে তারপর থেকে দীর্ঘদিন পর্দায় দেখা যায়নি এই অভিনেত্রীকে। সম্প্রতি পুজোর আগেই সিটি সিনেমার সাথে আড্ডায় বসেছিলেন বিজয়লক্ষী। সেখানে তিনি জানিয়েছেন খুব শিগগিরই আসতে চলেছে তাঁর নতুন কাজ। তবে এই ব্যাপারে এখনো পর্যন্ত বিস্তারিত কিছুই জানাননি তিনি।
শুধু কাজ নয় আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী বিজয়লক্ষী এখন প্রেমও করছেন চুটিয়ে। মনের দিক দিয়ে ভীষণ পজেটিভ ভ চিন্তাভাবনার অধিকারী এই অভিনেত্রী সবসময় সবকিছুর মধ্য থেকেই ভালোটাকে খোঁজার চেষ্টা করেন। ইন্ডাস্ট্রিতে রয়েছে তার হাতে গোনা বন্ধু বান্ধব। তাদের মধ্যে অন্যতম হলেন মিঠাই (Mithai) সিরিয়ালের নিপা অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা (Oindrila Saha)।
তার সাথে বিজয়লক্ষীর সম্পর্কটা নাকিএকেবারে দিদি বোনের মত। এদিনের এই সাক্ষাৎকারের ইন্ডাস্ট্রিস সম্পর্কে নানান মন্তব্য করতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন তিনি মনে করেন ইন্ডাস্ট্রিতে আসলে কেউ বন্ধু হয় না। তাই তিনি নিজেকে সমস্তরকম বিতর্ক থেকে দূরে রেখে শান্তিপূর্ণ ভাবে কাজ করতে চান।