টলিউডের সুন্দরী অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। এককথায় বলতে গেলে রূপে লক্ষ্মী,গুণে সরস্বতী তিনি। আজ থেকে ১৩ বছর আগে ২০২২ সালে স্টার জলসার জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’ (Ogo Badhu Sundori) দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন ঋতাভরী। সেই শুরু,এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি পর্দার ‘পরম সুন্দরী’ ললিতাকে।
কেরিয়ার শুরুর অল্প দিনের মধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন সাফল্যের শিখরে। দিনে দিনে যেন আরও বেশি সুন্দরী হয়ে উঠছেন অভিনেত্রী। ঠিকরে বেরোচ্ছে তার রূপের ছটা। গ্লামারের সাথে সাথেই প্রতিনিয়ত বেড়েই চলেছে ঋতাভরীর জনপ্রিয়তা। সেদিনের সেই ছটফটে ললিতাই আজকাল টলিপাড়ার সেনসেশন। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় আভিনেত্রীর বাড়তে থাকা ফ্যান ফলোয়িংই তার প্রমাণ।
প্রসঙ্গত এই মুহূর্তে গোটা দেশ জুড়ে রয়েছে উৎসবের পরিবেশ। কোথাও নবরাত্রি তো কোথাও দুর্গাপুজো, সব মিলিয়ে উৎসবের রেশ রয়েছে গোটা দেশেই। সম্প্রতি দুর্গা পুজোর পাশাপাশি নবরাত্রিতেও মেতে উঠেছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।
দুর্গাপুজোর মাঝেই সম্প্রতি কেরালার ত্রিসূরে গয়না প্রস্তুতকারক সংস্থা কল্যাণ জুয়েলার্সের আমন্ত্রণে নবরাত্রিকে সামিল হয়েছিলেন অভিনেত্রী। সেখানেই বসেছিল কার্যত চাঁদের হাট। জনপ্রিয় সব দক্ষিণী অভিনেতাদের মাঝেই সামিল ছিলেন বলিউড তারকারাও। তালিকায় রয়েছেন আর মাধবন, ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে বলিউড হার্টথ্রব রণবীর কাপুরও (Ranbir Kapoor)।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রণবীর কাপুরের সাথে একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন তাঁরা। সেই সময় একে অপরের সাথে তারা দুজনেই ব্যস্ত রয়েছেন কথোপকথনে। এই ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন ‘মানুষের বেশে সূর্যালোক, কি মিষ্টি মানুষটা’!
View this post on Instagram