সলমন খান (Salman Khan) সঞ্চালিত ‘বিগ বস’ (Bigg Boss) ভারতীয় টেলিভিশনের অন্যতম হিট শোয়ের মধ্যে একটি। তবে একথা অস্বীকার করার কোনও উপায় নেই যে ‘বিগ বস’ মানেই হল বিতর্ক। ‘বিগ বস ১৬’ (Bigg Boss 16) শুরু হওয়ার পর থেকেই যেমন বিতর্ক লেগেই রয়েছে। ‘যৌন হেনস্থাকারী’ সাজিদ খানকে (Sajid Khan) চলতি সিজনের প্রতিযোগী হিসেবে দেখার পর থেকেই নেটপাড়ার একটা বিশাল অংশ চটে গিয়েছে।
এমনকি বলিউডের বহু তারকাও এই নিয়ে মুখ খুলেছিলেন। উরফি জাভেদ, গায়িকা সোনা মহাপাত্রের পর সাজিদের ‘বিগ বস’এ যাওয়া নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী মন্দনা করিমি (Mandana Karimi)। সলমন খানের শোয়ে তাঁর যৌন হেনস্থাকারীকে ‘জামাই আদর’ করা হচ্ছে দেখে বেজায় চটে গিয়েছেন তিনি।
আর সেই কারণেই এবার পাকাপাকিভাবে বলিউডকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ‘লক আপ’ খ্যাত মন্দনা। জানিয়ে রাখা প্রয়োজন, এই অভিনেত্রীই সাজিদের বিরুদ্ধে একটি বিস্ফোরক অভিযোগ এনেছিলেন। বলেছিলেন, ‘হামশকলস’ ছবির জন্য অডিশন দিয়ে গিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তিনি।
সাজিদ নাকি অডিশনে মন্দনাকে পোশাক খুলে সম্পূর্ণ নগ্ন হতে বলেছিলেন। পরিচালক এও বলেন, ‘যদি আমি যা দেখতে পাব সেটা আমার ভালোলাগে, তাহলেই হয়তো তুমি এই চরিত্রটা পেতে পারো’। এবার সেই ব্যক্তিকেই ‘বিগ বস’এ দেখে স্বাভাবিকভাবেই রেগে আগুন হয়ে গিয়েছেন মন্দনা।
কঙ্গনা রানাউত সঞ্চালিত ‘লক আপ’এর প্রতিযোগী বলেন, বলিউডে মেয়েদের কোনও সম্মানই নেই। অভিনেত্রীর কথায়, ‘আসলে এখন সবাই টাকা কামাতেই ব্যস্ত। বাকি মানুষেরা চুলোয় যাক গে! এটা থেকেই প্রমাণ হয় কেন ভারতে এবং এই পৃথিবীর আরও বেশ কিছু দেশে কেন মিটু আন্দোলন পৌঁছতেই পারেনি’।
মন্দনার কাজের দিক থেকে বলা হলে তাঁকে শেষ দেখা গিয়েছিল কঙ্গনা সঞ্চালিত ‘লক আপ’এই। তাঁর দাবি, সেই শোয়ের সম্পূর্ণ পারিশ্রমিক এখনও তাঁকে দেওয়া হয়নি। সেই জন্য লড়াই চালাচ্ছেন তিনি। তবে বলিউডে আর কাজ করতে চান না তিনি। সেই কারণে গত ৭ মাসে কোনও অডিশনে যাননি তিনি। মন্দনা বলেন, ‘আমি এমন কোনও ইন্ডাস্ট্রিতে কাজই করতে চাই না, যেখানে মেয়েদের কোনও সম্মান করা হয় না’।