মণি রত্নমের স্বপ্নের প্রোজেক্ট ছিল এটি। তাই স্বাভাবিকভাবেই ‘পোন্নিয়িন সেলভান’ (Ponniyin Selvan) থেকে দর্শকদের প্রত্যাশাও ছিল অনেকখানি। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গত ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমা। আর রিলিজের পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। মাত্র ৫ দিনে ৩০০ কোটি আয় করে ফেলেছে এই ছবি।
বক্স অফিসে রেকর্ড গড়া মণি রত্নমের এই সিনেমা দেখেছেন ভারতের জনপ্রিয় ক্রিকেটার রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। আর বলাই বাহুল্য, এই ছবি দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন এই তারকা স্পিন বোলিং অলরাউন্ডার। ‘পোন্নিয়িন সেলভান’ জ্বরে কাবু হয়ে একেবারে চোল রাজার বেশে হাজির হয়ে গিয়েছেন তারকা ক্রিকেটার।
অশ্বিন কল্কির ‘পোন্নিয়িন সেলভা’ বইটির বিশাল বড় একজন ভক্ত। আর তাই স্বাভাবিকভাবেই মণি রত্নমের এই ছবি দেখার জন্য মুখিয়ে ছিলেন তিনি। আর রিলিজের পর ‘পোন্নিয়িন সেলভান’ দেখে অশ্বিন এতটাই মুগ্ধ হয়ে গিয়েছেন যে একেবারে চোল রাজার বেশেই হাজির হয়ে গিয়েছেন তিনি।
অশ্বিনের শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে, বসে বসে কল্কির বইটি পড়ছেন তিনি। এরপর বইটি পড়তে পড়তেই চোল রাজাদের দুনিয়ায় পৌঁছে যাচ্ছিলেন তিনি। এরপর আচমকাই দেখা যায়, পাগড়ি, ধুতি, পাঞ্জাবি পরে হুবহু চোল রাজাদের বেশে হাজির হয়ে গিয়েছেন এই তারকা ক্রিকেটার।
ভিডিওটির ক্যাপশনে অশ্বিন লিখেছেন, ‘আমি জানি না আর কতবার আমি এই দুর্দান্ত কাহিনী পোন্নিয়িন সেলভানের প্রেমে পড়ব। একটি ভালো উপন্যাসের স্থান কখনও একটি সিনেমা নিতে পারে না। যদিও কিংবদন্তি মণি রত্নম পোন্নিয়িন সেলভান ১’কে দুর্দান্ত কায়দায় বানিয়েছেন’। দীর্ঘ ক্যাপশনের শেষে অশ্বিন তাঁর অনুরাগীদের এই ছবিটি দেখার জন্য বলেছে। সেই সঙ্গেই যারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন, তাঁদের থেকে প্রিয় চরিত্রের বিষয়ে জানতে চেয়েছেন।
View this post on Instagram
জানিয়ে রাখি, ১৯৫৫ সালে কল্কি কৃষ্ণমূর্তির লেখা উপন্যাসের ওপর ভিত্তি করে ‘পোন্নিয়িন সেলভান’ বানিয়েছেন মণি রত্নম। ছবিতে অভিনয় করেছেন চিয়া বিক্রম, ঐশ্বর্য রাই বচ্চন, তৃষা কৃষ্ণনের মতো শিল্পীরা।