এদেশের মানুষরা ক্রিকেটের (Cricket) অনেক বড় অনুরাগী। দেশের প্রায় প্রত্যেক গলিতেই একজন সচিন তেন্ডুলকর কিংবা সৌরভ গঙ্গোপাধ্যায় দেখতে পাওয়া যায়। অনেকেই স্বপ্ন দেখেই বড় ক্রিকেটার হওয়ার। হাতেগোনা কয়েকজনের স্বপ্নপূরণ হলেও, বাকিদের নামী ক্রিকেটার হওয়ার স্বপ্ন অধরাই থেকে যায়। আজকের প্রতিবেদনে এমনই কয়েকজন ক্রিকেটারদের নাম তুলে ধরা হল, যারা খেলা ছাড়ার পর কোটিপতি হয়েছেন।
হার্ডি সান্ধু (Harrdy Sandhu)- হরবিন্দর সিং সান্ধু ওরফে হার্ডি সান্ধু ‘নাহ গোরিয়ে’, ‘ডান্স লাইক’এর মতো বহু সুপারহিট পাঞ্জাবি গান গেয়েছেন। তবে এই হার্ডিই আগে একজন জোরে বোলার ছিলেন। তবে ২০০৭ সালে চোট পাওয়ার পর উনি ক্রিকেট খেলা বন্ধ করে দেন।
এরপরই গানের দুনিয়ায় পা রাখেন তিনি। এছাড়া অভিনয়ও করেন হার্ডি। ১৯৮৩ বিশ্বকাপের ওপর তৈরি সিনেমা ‘৮৩’তে প্রাক্তন জোরে বোলার মদন লালের চরিত্রে অভিনয় করেছিলেন এই জনপ্রিয় গায়ক।
তেজস্বী যাদব (Tejashwi Yadav)- বিহারের জনপ্রিয় নেতা লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবও নিজের কেরিয়ার ক্রিকেটার হিসেবেই শুরু করেছিলেন। ঝাড়খণ্ডের রঞ্জি টিম এবং ২০০৯ আইপিএলে বিরাট কোহলির সঙ্গে দিল্লি ডেয়ারডেভিলস টিমেও ছিলেন তিনি। যদিও আইপিএলে খেলার সুযোগ পাননি। এরপরই ক্রিকেট ছেড়ে রাজনীতির ময়দানে পা রাখার সিদ্ধান্ত নেন তেজস্বী। চলতি বছর দ্বিতীয়বারের জন্য বিহারের উপমুখ্যমন্ত্রী হয়েছেন তেজস্বী।
আকাশ চোপড়া (Aakash Chopra)- জনপ্রিয় ধারাভাষ্যকার আকাশের নামও তালিকায় রয়েছে। ২০০৩-২০০৪ সাল অবধি তিনি ক্রিকেট খেলা চালিয়ে গিয়েছেন। তবে খেলোয়াড় হিসেবে খুব বেশি নাম, যশ আদায় করতে পারেননি আকাশ। এরপর ২০০৮ আইপিএলে জঘন্য পারফর্ম করার পর খেলার দুনিয়া থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
টেস্ট, একদিনের ক্রিকেট এবং টি-২০, তিন ধরণের ক্রিকেট থেকেই অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন আকাশ। ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে কেরিয়ার শুরু করেন আকাশ। এছাড়া মাঝেমধ্যে অ্যাঙ্কারিংও করতে দেখা যায় তাঁকে।