‘বাহুবলী’ খ্যাত দক্ষিণী তারকা প্রভাসের (Prabhas) বহুপ্রতীক্ষিত সিনেমা ‘আদিপুরুষ’এর (Adipurush) টিজার লঞ্চ হয়ে গিয়েছে। রামায়ণের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই সিনেমা। পরিচালনা করেছেন ওম রাউত। সম্প্রতি শ্রীরামের ভূমি অযোধ্যায় ধুমধাম করে একটি অনুষ্ঠান আয়োজন করে সেখানেই ‘আদিপুরুষ’এর টিজার লঞ্চ করা হয়।
বিগ বাজেট এই সিনেমার টিজার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবিতে শ্রীরামের চরিত্রে অভিনয় করা প্রভাস, সীতা মাতার চরিত্রে অভিনয় করা কৃতি শ্যানন (Kriti Shanon) সহ ছবির বেশ কয়েকজন কলাকুশলী। অনুষ্ঠানে ভিড়ও ছিল দেখার মতো। কিন্তু ছবির টিজার প্রকাশ করার পর থেকেই নেটপাড়ায় চরম কটাক্ষের শিকার হয়েছেন টিম ‘আদিপুরুষ’।
ছবির দুর্বল ভিএফএক্স দেখে দর্শকদের একাংশ সেটির তুলনা কার্টুন চ্যানেল পোগোর সঙ্গে করেছেন। রামের চরিত্রে প্রভাসের লুক এবং রাবণের চরিত্রে সইফ আলি খানের লুক একেবারেই পছন্দ হয়নি দর্শকদের অনেকের। এবার ‘আদিপুরুষ’এর বিরুদ্ধে উঠেছে আরও একটি গুরুতর অভিযোগ। সেই অভিযোগ হল তথ্য বিকৃত করার।
‘আদিপুরুষ’এর বিরুদ্ধে ভুল তথ্য পরিবেশন করার অভিযোগ দর্শকদের একাংশ টিজার দেখার পরই তুলেছিলেন। এবার এই বিষয়ে মুখ খুললেন ‘রামায়ণ’এর সীতা অর্থাৎ অভিনেত্রী দীপিকা চিখলিয়া (Dipika Chikhlia)। সম্প্রতি ‘শক্তিমান’ মুকেশ খান্না ছবির ওপর নিজের রাগ বের করেছিলেন। এবার সেই তালিকায় নাম তুললেন দীপিকাও।
সম্প্রতি পর্দার সীতা মাতা বলেন, ‘আমি আদিপুরুষের টিজার দেখেছি। সেটা দেখে আমার মনে হল যে রামায়ণের গল্প সত্যতা এবং সাত্ত্বিকতার গল্প। সেখানে ভিএফএক্স জুড়ে দেওয়া একেবারেই ঠিক নয়। যদিও এটা একেবারেই আমার একান্ত মত’।
এরপর ‘আদিপুরুষ’এ হনুমানজির লেদারের পোশাক পরা বিতর্কে দীপিকা বলেন, ‘লোকে বলছেন কীভাবে সিনেমায় হনুমানজি লেদারের পোশাক পরেছেন। তবে টিজারে আমি খুব একটা স্পষ্ট দেখতে পাইনি। যদি এমন হয় তাহলে আমার মতে তুলসীদাসজি এবং বাল্মীকিজি যে সততার সঙ্গে এই গ্রন্থ লিখেছেন, তার সঙ্গে কাটাছেঁড়া করা উচিত নয়। আমাদের সেটিকে বজায় রাখা উচিত, কারণ সেটি আমাদের দেশের সম্পদ’।