বাংলার দর্শকদের প্রতিদিনের বিনোদনের ডোজ মানেই বাংলা সিরিয়াল (Bengali Serial)। ষ্টার জলসা থেকে জি বাংলা একাধিক চ্যানেলে একগুচ্ছ সিরিয়াল সম্প্রচারিত হয় বিনোদনের উদ্দেশ্যে। এর মধ্যে প্রিয় সিরিয়াল কিন্তু কোনোভাবেই মিস করেননা দর্শকেরা। তবে প্রতি সপ্তাহে একটা দিন দুরু দুরু বুকে সিরিয়ালের ভাগ্য নির্ধারণ রিপোর্টের প্রকাশ হওয়ার অপেক্ষায় থাকেন সকলে। হ্যাঁ ঠিকই ধরেছেন TRP Report প্রকাশ্যে আসার দিনের কথাই বলছি। মূলত সেরা পাঁচের মধ্যেই থাকে গাঁটছড়া (gatchhora), মিঠাই (Mithai), গৌরী এলো (Gouri Elo), ধূলোকণা এই সিরিয়ালের, তবে যে কোনো সময়েই নতুন চমক চলে আসতে পারে।
সম্প্রতি এসপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ্যে এসেছে। আর এসপ্তাহের টিআরপি তালিকা বেশ গুরুত্বপূর্ণ দর্শকদের কাছে। কেন? কারণ একদিকে যেমন পুজোর পর কে সেরা হল সেটা জানার আগ্রহ রয়েছে দর্শকদের মনে। তেমনি জি বাংলার পর্দায় আরও এক নতুন সিরিয়াল আসতে চলেছে তার জন্য কোন সিরিয়ালের ঘাড়ে কোপ পড়তে চলেছে সেটাও খানিকটা বোঝা যাবে।
এসপ্তাহে সকলকে চমকে দিয়েছে গৌরী এল। ৮.২ পয়েন্ট পেয়ে বাংলার সেরা সিরিয়াল হয়ে টিআরপি তালিকায় প্রথম গৌরী এল। অন্যদিকে গাঁটছড়া, মিঠাইকে টপকে দ্বিতীয় স্থান কেড়ে নিয়েছে জগদ্ধাত্রী (Jagadhatri)। এসপ্তাহে ৭.৩ পয়েন্ট পেয়েছে জগদ্ধাত্রী, বোঝাই যাচ্ছে দর্শকেরা ভালোই পছন্দ করছেন নতুন সেরিয়ালটিকে। এরপর তালিকায় রয়েছে গাঁটছড়া, ধূলোকনা ও মিঠাই যাদের প্রাপ্ত পয়েন্ট ৭.২, ৭.১ ও ৬.৭। চলুন এবার দেখে নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকা।
টিআরপি এর নিরিখে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List)
গৌরী এলো – ৮.২ (প্রথম)
জগদ্ধাত্রী – ৭.৩ (দ্বিতীয়)
গাঁটছড়া – ৭.২ (তৃতীয়)
ধুলোকনা – ৭.১
মিঠাই – ৬.৭
আলতা ফড়িং, কাকিমা সুপারস্টার – ৬.৪
সাহেবের চিঠি – ৬.২
মাধবীলতা – ৬.১
খেলনা বাড়ি – ৬.০
নবাব নন্দিনী – ৫.৪
অপেক্ষাকৃত নতুন সিরিয়াল হলেও রীতিমত কাঁপিয়ে দিয়েছে জগদ্ধাত্রী। আর গৌরী এল সিরিয়ালের জনপ্রিয়তাও দিন দিন বেড়েই চলেছে। শুধু তাই নয় নতুন শুরু হওয়া ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালটি ৪.৯ পয়েন্ট পেয়েছে শুরুর হিসাবে এই পয়েন্ট যথেষ্ট ভালো।
এছাড়াও নন ফিকশন রিয়ালিটি শোয়ের মধ্যে দিদি নং ১ এর পয়েন্ট ৫.৫। আর ডান্স ডান্স জুনিয়ার পেয়েছে ৪.৫ পয়েন্ট। এছাড়া এই টিআরপি তালিকায় মহালয়ার পয়েন্টও রয়েছে যেখানে সিংহবাহিনী ত্রিনয়নী ৫.৪ ও যা চন্ডি ৪.১ পয়েন্ট পেয়েছে।