বাংলা সিরিয়ালের জনপ্রিয় সেলিব্রেটি জুটি হলেন ‘যমুনা ঢাকি’ (Jamuna Dhaki) সিরিয়ালের সঙ্গীত অভিনেতা রুবেল দাস (Rubel Das) এবং যমুনা ঢাকি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। বিগত বেশ কিছুদিন আগেই টিভির পর্দায় শেষ হয়েছে এই সিরিয়ালের সম্প্রচার। তারপর থেকেই বেশ কিছুদিন পর্দায় আর দেখা নেই অভিনেতা অভিনেত্রী দুজনেরই।
তবে খুব শীঘ্রই যে তারা দুজনেই টিভির পর্দায় কামব্যাক করতে চলেছেন এই খবর মিলেছিল আগেই। তবে অন্য সিরিয়ালে। সদ্য প্রকাশ্যে এসেছে সঙ্গীত অভিনেতা রুবেলের নতুন সিরিয়ালের প্রথম প্রমো। এরই মধ্যে সামনে এলো এক বড়সড়ো আপডেট। বেশ কিছুদিন ধরেই কানাঘুঁষো শোনা যাচ্ছিল একে অপরের সাথে সম্পর্কে রয়েছে রুবেল এবং শ্বেতা।

যদিও এতদিন পর্যন্ত এই সম্পর্ক নিয়ে মুখে এক প্রকার কুলুপ এঁটেছিলেন তারা দুজনেই। কিন্তু সম্প্রতি সংবাদমাধ্যমে সমস্ত জল্পনায় সিলমোহর দিয়ে শ্বেতার সাথে সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন রুবেল। অভিনেতার কথায় যমুনা ঢাকি সিরিয়াল শুরুর অনেক আগে থেকেই পরিচয় ছিল তাদের। রুবেলের কথায় বারাসাতে একই নাচের গ্রুপে নাচ শিখতেন তারা।

পরবর্তীতে যমুনা ঢাকি সিরিয়ালের সেটে শ্বেতার সাথে রুবেলের বন্ধুত্ব একটু বেশি গভীর হতে শুরু করে। তবে এখনও পর্যন্ত কেউ কাউকে প্রেমের প্রস্তাব না দিলেও এখন তারা শুধু সময় দিচ্ছেন একে অপরকে। আর এইভাবে আপাতত তারা দুজন দুজনকে আরও একটু বেশি ভালো করে চিনে নিচ্ছেন। সেই সাথে চুটিয়ে উপভোগ একে অপরের সঙ্গ।

রুবেল জানিয়েছেন তার সাথে শ্বেতার প্রেম এখন এগোচ্ছে এক্সপ্রেসের গতিতে। বিয়ের চিন্তাভাবনাও রয়েছে তাদের। সেই সাথে অভিনেতা জানিয়েছেন একটি বিশেষ দিনে অনুরাগীদের এই সুখবর তিনি নিজেই জানাবেন বলে ঠিক করেছেন। তবে পুজোর মধ্যেই এমন একটা সুখবর পেয়ে ভক্তরা ভীষণ খুশি। তাছাড়া এখন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এর এখন মাঝেমধ্যেই একে অপরের সাথে ছবি দিতে দেখা যায় রুবেল শ্বেতাকে।

এবারের দুর্গা পুজোটা তাঁরা কাটিয়েছেনএকে অপরের পরিবারের সাথে।পুজো উপলক্ষে সেই ছবিও দিতে দেখা গিয়েছে তাদের। শ্বেতা যেমন ষষ্ঠীর সন্ধ্যা কাটিয়েছেন রুবেল এবং রুবেলের মায়ের সাথে, রুবেল তেমনি বর্ধমানে অষ্টমী-নবমী কাটিয়েছেন শ্বেতার পরিবারের সাথে।














