বাংলার সেরা সিরিয়াল বলতে প্রথমেই মুখে আসে একটাই নাম,তা হল ‘মিঠাই’ (Mithai)। দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। বিগত প্রায় দেড় বছরের বেশি সময় ধরে দর্শকদের মনের মণিকোঠায় রয়েছে এই সিরিয়াল। মাঝে মধ্যে টিআরপি তালিকায় নম্বর কম হয় ঠিকই, কিন্তু দর্শকমহলে আজও ফিক হয়নি মিঠাই ম্যাজিক।
তাই আজও দর্শকদের কাছে বাংলার এক নম্বর সিরিয়াল বলতে প্রথমেই আসে মিঠাইয়ের নাম। তবে একটা সময় যে সিরিয়াল টানা ৫৬ সপ্তাহ ধরে বেঙ্গল টপারের শিরোপা পেয়েছে চলতি সপ্তাহের টিআরপি রেজাল্টে দেখা গিয়েছে বেঙ্গল টপার তো দূরের কথা সেরা পাঁচেও ঠাঁই হয়নি মিঠাইয়ের। ৬.৭ টিআরপি স্কোর নিয়ে একলাফে ছিটকে গিয়েছে ছ নম্বরে।
যার ফলে বিগত কিছুদিন ধরেই সিরিয়ালের ভক্তদের মনের মধ্যে তৈরি হয়েছে চাপা ক্ষোভ। সকলেই সিরিয়ালের খারাপ স্কোরের জন্য তুলে ধরেছিলেন কয়েকটি কারণ। যার মধ্যে অন্যতম ছিল অনেকদিন ধরে সিরিয়ালের কোনো প্রোমো না দেখানো এবং সিরিয়ালের একঘেয়ে ট্র্যাক। এরই মধ্যে সদ্য প্রকাশ্যে এসেছে জি বাংলার একটি নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’র প্রোমো।
এই সিরিয়ালের প্রোমো দেখার পর থেকেই অনেক মিঠাই ভক্তদের মনে আশঙ্কা তৈরি হয়েছে তাহলে এবার বোধহয় পুজোর পরেই শেষ হয়ে যাবে সকলের প্রিয় মিঠাই। অন্যদিকে এই আশঙ্কা তৈরি হতেই জি বাংলার উদ্দেশ্যে মিঠাই ভক্তরা হুঁশিয়ারি দিয়েছে মিঠাই যদি শেষ করা হয় তাহলে জি বাংলাই দেখা বন্ধ করে দেবেন তারা।
প্রসঙ্গত এই সিরিয়ালে যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন প্রমিলা লাহার লোককে ধরতে সদ্য সিরিয়ালে দুর্গা সেজেছিল মিঠাই। আর তখনই তাকে সাক্ষাৎ দেবী দুর্গা রূপে দেখে এক সন্ন্যাসী তাকে আশীর্বাদ করছেন গণেশ জননী হওয়ার। এই কথা শোনার পরেই লজ্জায় একেবারে লাল হয়ে গিয়েছে মিঠাই।
আর পাশে দাঁড়িয়ে থাকা হল্লা পার্টির সমস্ত সদস্য তো একেবারে অবাক। বিশেষ করে মিঠাইয়ের গনেশ জননী হওয়ার আশীর্বাদ পাওয়ার পরে তাকে নিয়ে মজা করতে শুরু করে দিয়েছে শ্রী,নিপা সকলেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও শেয়ার করা হয়েছিল চ্যানেলের তরফ থেকে। যা দেখে মনে করা হচ্ছে এবার দর্শকদের দাবি মেনে সত্যিই হয়তো সিরিয়ালে সিদ্ধার্থ মিঠাইয়ের হাত ধরেই আসবে মনোহরের খুদে সদস্য।