• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিষেক নেই, বাড়িতে পুজোও বন্ধ, পুজোয় কলকাতা ছেড়ে নিরিবিলির উদ্দেশে রওনা দিল অভিনেতার পরিবার

প্রত্যেক বছর দুর্গা পুজোর (Durga Puja) জন্য হাপিত্যেশ করে  বসে থাকেন প্রত্যেক বাঙালি। বছরের এই ক’টা দিনের দিকে তাকিয়েই সারা বছর কাটিয়ে দেন তাঁরা। পুরো রাজ্য জুড়ে এখন ঢাকের আওয়াজ, আলোর রোশনাই। শহর কলকাতায় তো পা রাখা দায়।

সম্পূর্ণ রাজ্য এখন মা আসার আনন্দে মেতে উঠেছে। কিন্তু ব্যতিক্রম দক্ষিণ কলকাতার চট্টোপাধ্যায় পরিবার। কারণ এখন সেই বাড়িতে কেবলই মন খারাপের রেশ। প্রত্যেক বছর যে বাড়িতে ধুমধাম করে দুর্গা পুজো হয়, সেই বাড়িতে এবার না এল মা, আর না জ্বলল প্রদীপ।

   

Abhishek Chatterjee passes away

হবেই বা কী করে! চলতি বছরের মার্চ মাসেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। আর তাঁকে ছাড়া যে পুজো কল্পনাই করা যায় না। মা আসায় সারা রাজ্য যেখানে আনন্দে মেতে উঠেছে, সেখানে যেন অভিষেকের পরিবারের ক্ষতটা আরও একবার টাটকা হয়ে উঠেছে।

অভিনেতার অকালমৃত্যুর ধাক্কা এখনও তাঁর পরিবার কাটিয়ে উঠতে পারেনি। সপ্তমীর সকালে সেই ছবিই আরও একবার ফুটে উঠল। পুজোর ভিড়ে শহর কলকাতা ছাড়ল অভিষেকের পরিবার। কেরলে নিরিবিলিতে এই ক’টা দিন কাটাবেন অভিষেক পত্নী সংযুক্তা এবং তাঁর ১০ বছরের কন্যা ডল।

Abhishek Chatterjee wife and daughter

প্রত্যেক বছর যেখানে ধুমধাম করে বাড়িতে পুজো হতো, সেবার এখানে পুজোতে শহরেই থাকছে না চট্টোপাধ্যায় পরিবার। সপ্তমীর সকালে দেখা গেল, প্লেনে বসে মেঘের দিকে আনমনে তাকিয়ে রয়েছে ছোট্ট ডল।

Sanjukta Chatterjee

অভিষেকের স্ত্রী সংযুক্তা অবশ্য আগেই এক নামী সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এই বছর তিনি কিছুতেই বাড়িতে থাকতে পারবেন না। অনেকেই তাঁকে বলেছিলেন বাড়ির পুজো করলে অভিনেতার ভালোলাগবে। কিন্তু তিনি এবং ডল এই বছরের পুজোটা শহর কলকাতার হুল্লোড়, ভিড় থেকে দূরে কাটাতে চান। আর সেই কারণেই কেরালা উড়ে যান মা-মেয়ে। সঙ্গে রয়েছে অভিষেকের হাসি মুখের ছবিও। নিজেদের মতো করেই এই বছরের পুজোটা কাটাচ্ছে চট্টোপাধ্যায় পরিবার।

site