১ অক্টোবর শনিবার রাত থেকে শুরু হয়ে গিয়েছে সলমন খান সঞ্চালিত সুপারহিট শো ‘বিগ বস’এর (Bigg Boss 16) সম্প্রচার। এটি শোয়ের ১৬তম সিজন। সিনেমা থেকে শুরু করে টেলিভিশনের দুনিয়ার বহু নামী তারকাদের চলতি সিজনে প্রতিযোগী হিসেবে দেখা যাচ্ছে। এমনই একজন প্রতিযোগী হলেন আব্দু রোজিক (Abdu Rozik)।
সলমন খানের শোয়ে সকল তারকা প্রতিযোগীর ভিড়ে আলাদা করে দর্শকদের নজর কেড়েছেন আব্দু। জানিয়ে রাখি, তিনি বিশ্বের সবচেয়ে ছোট গায়ক। এর পাশাপাশি এই প্রথমবার সলমনের শোয়ে বিশেষভাবে সক্ষম কোনও ব্যক্তি অংশগ্রহণ করলেন।
১৯ বছরের আব্দু রোজিক পেশায় একজন গায়ক। তাঁকে সলমনের আগামী সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’এও দেখা যাবে। জানিয়ে রাখি, ছোট্ট এই গায়ক কিন্তু কোটি টাকার সম্পত্তির মালিক। আজকের এই প্রতিবেদনে আব্দুর সম্পত্তির হিসেব তুলে ধরা হল।
উচ্চতার নিরিখে দেখা হলে, নিঃসন্দেহে আব্দুর নাম তালিকার সবচেয়ে শেষে থাকবে। কিন্তু যদি সম্পত্তির নিরিখে বলা হয়, তাহলে কিন্তু এই গায়ক পিছনে ফেলে দেবেন বহু সহ প্রতিযোগীকে। জানিয়ে রাখি, আব্দু আসলে তাজিকিস্তানের বাসিন্দা। সেখানকার ভাষাতেই র্যাপ করেন তিনি।
‘বিগ বস ১৬’এর এই খুদে প্রতিযোগীর নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছেন। সেই চ্যানেলের মাধ্যমেই দর্শকদের কাছে নিজের সুন্দর আওয়াজ পৌঁছে দেন আব্দু। আর এই কাজ করেই কয়েক কোটি টাকা আয় করেন তিনি। আব্দুর মাসিক আয় প্রায় লক্ষাধিক টাকা।
দেখতে একজন ছোট্ট শিশুর মতো হলেও, আব্দু কিন্তু টাকা পয়সার দিক থেকে অনেক বড় মানুষকেও হার মানিয়ে দেবেন। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, আব্দুর নেট ওয়ার্থ প্রায় ২ কোটি টাকা। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় ‘বিগ বস ১৬’এর এই প্রতিযোগী। ইনস্টাগ্রামে প্রায় ৩৮ লাখ অনুগামী রয়েছে এই খুদে গায়কের। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নিজের অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন আব্দু।