পুজোর আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। বছরভর এই দিনগুলোর অপেক্ষাতে থাকে গোটা বাংলা। সাধারণ মানুষ কিংবা সেলিব্রিটি পুজো মানেই সকলের কাছে একটা আলাদা আবেগ। তাই পূজো নিয়ে বরাবরই আলাদাই উত্তেজনা কাজ করে সকলের মধ্যে। একমাস আগে থেকেই শুরু হয়ে যায় তোড়জোড়। পুজোর কেনাকাটা থেকে প্ল্যানিং সব কিছু নিয়েই উত্তেজনা থাকে তুঙ্গে।
এই সময় নিজের সেরা লুকটাই সবাই চায়। তাই এই কটাদিন স্টাইল স্টেটমেন্টের জন্য জামা কাপড়ের গুরুত্ব অনেক। সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ পুজোর কটাদিন রংবেরঙের পোশাকে ঝলমল করে ওঠেন সকলেই। আর এখনকারদিনে গামছা প্রিন্টটা ফ্যাশনে ভীষণ ইন। বিশেষ করে যারা ক্যারি করতে পারেন তাদের স্টাইল স্টেটমেন্টে বরাবরই একটা আলাদা মাত্রা যোগ করে এই পোশাক।
তাই ছেলে হোক কিংবা মেয়ে এবারের পুজোয় এই গামছা ট্রেন্ডেই গা ভাসছেন সবাই। তাই গামছা নিয়ে ইদানিং নিত্যনতুন এক্সপেরিমেন্ট করছেন আমজনতা থেকে সেলিব্রেটি সকলেই। গতকালই ষষ্ঠী উপলক্ষে গামছা দিয়ে তৈরি শার্ট আর ধুতি প্যান্ট পরে তাক লাগিয়ে দিয়েছেন ‘গাঁটছড়া’ (Gantchora) সিরিয়ালের রাহুল (Rahul) অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জী (Anindya Chatterjee)। তার এই ইউনিক ড্রেসিং সেন্স দেখে কমেন্ট সেকশনে উপচে পড়েছে অসংখ্য মন্ত্যব্য।
অনিন্দ্যর ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতার এই পোশাক সাজ পোশাক দেখে প্রশংসা করেছেন তার তার পর্দার স্ত্রী দ্যুতি অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য (Shreema Bhattcharya)। প্রশংসা করেছেন অসংখ্য নেটিজেনরাও। তবে এখনকারদিনে প্রশংসার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং করা ট্রেন্ডে পরিণত হয়েছে।
ব্যতিক্রম নন অনিন্দ্যও। অভিনেতার ছবি দেখে তাকে ট্রোল (Troll) করে একজন লিখেছেন ‘তাই বলি বাড়ির গামছা নিয়ে পালালো কে’? আবার একজন লিখেছেন ‘দারুন, পুরো গরিবের রণবীর সিং (Ranbir Singh)’! আবার কেউ লিখেছেন ‘রণবীর সিং হতে চাইছো নাকি’? আবার কেউ লিখেছেন ‘রকিং দ্য আউটফিট’। তবে এখনও পর্যন্ত নেটিজেনদের কটাক্ষের কোনো জবাব দেননি অনিন্দ্য।