• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বহুদিন পর মুখ্য চরিত্রে ‘সাত ভাই চম্পার নায়িকা’! নতুন অবতারে ফিরছেন সুদীপ্তা 

Published on:

সুদীপ্তা ব্যানার্জি,Sudipta Banerjee,নতুন সিরিয়াল,New Serial,সুনেত্রা,Sunetra,সান বাংলা,Sun Bangla,নাগিন,Nagin

বাংলা সিরিয়ালের অন্যতম পরিচিত মুখ হলেন সুদীপ্তা ব্যানার্জি (Sudipta Banerjee)। কেরিয়ারের শুরুটা নায়িকা হয়ে করলেও খলনায়িকা সেজেই পরবর্তীতে এসেছে বিরাট সাফল্য। ‘এই ঘর এই সংসার’,থেকে শুরু করে ‘সাত ভাই চম্পা’, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘চোখের তারা তুই’, ‘জলনূপুর’,’সিংহলগ্না’,’নজর’,’উমা’,’গ্রামের রানী বীনাপানি’ এমনই একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন সুদীপ্তা।

তবে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন ‘সাত ভাই চম্পা’ সিরিয়ালে খলনায়িকা মনিমল্লিকা এবং ‘চোখের তারা তুই’ ধারাবাহিকে ‘মধুশ্রী’ চরিত্রে অভিনয় করে। তাই ইন্ডাস্ট্রিতে বহুদিন রয়েছেন তিনি।একটা সময় ছিল যখন হয় স্টার জলসা নয়তো জি বাংলা, বাংলার প্রথমসারির দুই বিনোদনমূলক চ্যানেলেই দেখা জেট এই সুন্দরী অভিনেত্রীকে।

Sudipta Banerjee

তবে  চলতি বছরেই মুম্বাইয়ে একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক ‘নাগিন ৬’-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ আসে অভিনেত্রীর কাছে। তাই আরব সাগরের পাড়ে মুম্বাইয়ে যাওয়ার সেই সুযোগ একেবারেই হাতছাড়া করতে চাননি অভিনেত্রী। এই কারণে মাঝপথেই জি বাংলার ‘উমা’ আর স্টার জলসার ‘গ্রামের রানী বীণাপানি’ সিরিয়ালের শুটিং ছেড়ে পাড়ি দিয়েছিলেন হিন্দি বিনোদন জগতে।

সুদীপ্তা ব্যানার্জি,Sudipta Banerjee,নতুন সিরিয়াল,New Serial,সুনেত্রা,Sunetra,সান বাংলা,Sun Bangla,নাগিন,Nagin

তবে ইতিমধ্যেই মুম্বাইয়ে  অভিনয়ের পাট চুকিয়ে আবারও বাংলায় ফিরে এসেছেন সুদীপ্তা। যোগ দিয়েছেন অভিনয়ে। তাকে শেষবার দেখা গিয়েছিল ‘সোনা রোডের গান’ সিরিয়ালে। তবে এবার পুজোর মুখেই  অভিনেত্রীর ভক্তদের জন্য এসে গেল একটা বড়সড় সুখবর। খুব তাড়াতাড়ি আসছে অভিনেত্রীর নতুন সিরিয়াল।

আর এবার বহুদিন বাদে অভিনেত্রী ফিরছেন মুখ্য চরিত্রে। খুব শিগগিরই সান বাংলার পর্দায় আসছে সুদীপ্তার নতুন সিরিয়াল সুনেত্রা। মুখ্য চরিত্র হলেও এবার সুদীপ্তা ধরা দিতে চলেছেন একেবারে নতুন অবতারে। এমনিতে আগেও খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন সুদীপ্তা। তবে এবার তাকে দেখা যাবে নাগিন -এর চরিত্রে। প্রসঙ্গত এটি আসলে একটি ডাবিং ধারাবাহিক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥