সিনেমা, টেলিভিশনের পর্দায় ‘রামায়ণ’এর (Ramayan) কাহিনী বহুবার ফুটিয়ে তোলা হয়েছে। তবে রামানন্দ সাগরের ‘রামায়ণ’ দর্শকদের যতটা মনে যতটা দাগ কাটতে পেরেছিল, ততটা দাগ কাটতে পারেনি আর কোনোটি। ১৯৮৭ সাল থেকে প্রত্যেক রবিবার টিভির পর্দায় ভগবান রামের জীবনকাহিনীর সম্প্রচার শুরু হয়েছিল। সেখানে শ্রী রামের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোবিল (Arun Govil) এবং মা সীতার চরিত্রে দেখা গিয়েছিল দীপিকা চিখলিয়াকে (Dipika Chikhlia)।
রামানন্দ সাগরের ‘রামায়ণ’ শেষ হয়েছে বেশ কয়েক দশক হয়ে গেলেও এখনও কিন্তু দর্শকদের কাছে রাম-সীতা বললে প্রথম মুখ অরুণ এবং দীপিকারই ভেসে ওঠে। ‘রামায়ণ’এ অভিনয় করে তাঁরা যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিলেন, তা আর কেউ পায়নি।
এবার অরুণ-দীপিকার ভক্তদের জন্য একটি সুখবর রয়েছে। দীর্ঘ ৩৪ বছর পর ফের রাম-সীতার বেশে কামব্যাক করতে চলেছেন তাঁরা। হ্যাঁ, ঠিকই দেখছেন। প্রায় সাড়ে তিন দশক পর ফের দর্শকদের মন করতে শ্রী রাম এবং সীতা মাতার চরিত্রে অভিনয় করবেন অরুণ এবং দীপিকা।
তবে জানিয়ে রাখা প্রয়োজন, অরুণ এবং দীপিকা অবশ্য এবার পর্দায় নয়, বরং শ্রীরাম এবং সীতা মাতার বেশে দর্শকদের সামনে হাজির হবেন। দিল্লির কড়কড়ডুমার রামলীলার মঞ্চে ৩৪ বছর পর ফের অরুণ এবং দীপিকাকে রাম-সীতার ভূমিকায় দেখা যেতে চলেছে। সম্প্রতি এই সংবাদটি জানিয়েছেন, সংশ্লিষ্ট রামলীলার আয়োজককারী হনুমত ধার্মিক রামলীলা কমিটির মহামন্ত্রী ললিত গোয়েল।
ললিতবাবু এই প্রসঙ্গে বলেন, আগামী ১ অক্টোবর ধনুক ভাঙা থেকে সীতা স্বয়ম্বর প্রসঙ্গ রামলীলার মঞ্চে দেখানো হবে। সেখানেই শ্রী রামের ভূমিকায় অরুণ গোবিল এবং সীতা মাতার চরিত্রে দীপিকা চিখলিয়াকে দেখা যাবে। শোনা যাচ্ছে, অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষের মুখে। পাশাপাশি অরুণ-দীপিকাকে দেখতে প্রচুর দর্শক আসবে বলে আশা করা হচ্ছে। সেই কারণে রামলীলার প্যান্ডেলে মোট ৪টি গেট করা হয়েছে। সেগুলির নাম রাখা হয়েছে যথাক্রমে, শতাব্দী দ্বার, বাল্মীকি দ্বার, তুলসী দ্বার এবং রাম দ্বার।
এছাড়াও শোনা যাচ্ছে, কড়কড়ডুমার এই বিশেষ রামলীলার মঞ্চে টিভির ‘রামায়ণ’এরও বেশ কিছু ঝলক দেখানো হবে। রাবণ-জটায়ু, রাম-রাবণ, লক্ষ্মণ-মেঘনাদের লড়াই থেকে শুরু করে হনুমানের সঞ্জীবনী নিয়ে আসা, সব কিছুই দেখানো হবে।