• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোর আগেই রাজ-শুভশ্রীর প্যারিস ভ্রমণ! আইফেল টাওয়ারের সামনে পোজ দিলেও নজর কাড়ল অন্য কিছু

Published on:

Subhashree Ganguly Raj Chakraborty Switzerland Paris Trip photos

বেঁচে থাকতে গেলে যেমন কাজ তেমনি মাঝে মধ্যে একটু বিরতি নেওয়ারও প্রয়োজন আছে। তাই তো ব্যস্ত জীবনের ফাঁকে সময় বের করে ঘুরতে চলে যান অনেকে। আর এবার ছুটি স্ত্রী সন্তান নিয়ে ছুটি উপভোগ করতে বেরিয়ে পড়েছেন টলিউডের পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। স্ত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly) আর ছেলে ইউভানকে (Yuvaan) নিয়ে চলছে স্বপ্নের বিদেশ ভ্রমণ পর্ব।

বিগত কয়েকমাস একটানা বিরাট ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। প্রথমে ‘হাব্জি গাবজি’ তারপর ‘ধর্মযুদ্ধ’ এই দুই ছবির রিলিজ হয়েছে। এরপর কিছুদিন আগেই আরও একটি ছবি ‘বিসমিল্লা’ মুক্তি পেয়েছে। ছবির রিলিজ মানে প্রচার থেকে হল পাওয়া বিরাট একটা কাজ থাকে। সেই সমস্ত মিটিয়ে এখন বিদেশে ছুটি কাটানোর মুডে রয়েছেন পরিচালক ও তাঁর ফ্যামিলি।

রাজ চক্রবর্তী,শুভশ্রী গাঙ্গুলী,প্যারিস ভ্রমণ,ইউভান চক্রবর্তী,রাজ শুভশ্রী,Raj Chakraborty,Subhahree Ganguly,Raj Subhashree Internation Trip,Subhashree in Paris,Boudi Canteen

পুজোর আগেই সুদূর ইউরোপে পারি দিয়েছেন রাজ-শুভশ্রী ও ইউভান। ডেস্টিনেশন দুর্দান্ত সুন্দর দুটি  জায়গা একটি সুজারল্যান্ড ও অন্যটি প্যারিস। বরফে মোড়া এই সুন্দর দুই দেশের সৌন্দর্য সত্যিই উপভোগ করার মত। কলকাতা শহরের কোলাহল থেকে ইঁদুরে কখনো শুধুই সাদা বরফ তো কখনো মাঝে প্রকৃতির সবুজের ছোঁয়া। এমন সুন্দর ট্রাভেল ডায়েরির থেকে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন রাজ-শুভশ্রী দুজনেই।

এমনিতেই সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় শুভশ্রী। নিজের ছবি থেকে ভিডিও তো বটেই ছেলে ইউভানের ছবি ভিডিও প্রায়ই শেয়ার করে নেন অভিনেত্রী। লক্ষাধিক অনুগামীরা অপেক্ষায় থাকেন তাঁর আপডেটের জন্য। তাই ঘুরতে যাওয়ার ছবি শেয়ার  করবেন না তাও আবার হয় নাকি! ইনস্টাগ্রাম স্টোরি থেকে পোস্টে গেলেই দেখা যাচ্ছে তাঁদের বেড়ু বেড়ু পিকস।

রাজ চক্রবর্তী,শুভশ্রী গাঙ্গুলী,প্যারিস ভ্রমণ,ইউভান চক্রবর্তী,রাজ শুভশ্রী,Raj Chakraborty,Subhahree Ganguly,Raj Subhashree Internation Trip,Subhashree in Paris,Boudi Canteen

যেখানে প্রথমেই দেখা গিয়েছিল সুইজারল্যান্ডে গিয়েছেন তাঁরা। সেখানেই সেলিব্রেট করা হয়েছে ছোট্ট ইউভানের দু বছরের জন্মদিন। তারপর প্যারিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। আর প্যারিস মানেই বলার অপেক্ষা রাখে না যে আইফেল টাওয়ারে ঘুরতে যাবেন তাঁরা। যেমন কথা তেমন কাজ, ইতিমধ্যেই আইফেল টাওয়ারের সামনেই হাজির হয়েছিলেন শুভশ্রী। টাওয়ারের নিচে বসে ফ্লোরাল পোশাকে একটি ছবিও তুলেছেন যেটা শেয়ার করে নিয়েছেন নেটিজেনদের সাথে।

তবে, ছবি ভাইরাল হতেই নেটিজেনদের নজর কেড়েছে অন্য কিছু। কি সেটা? সেটা হল শুভশ্রীর জুতো। হ্যাঁ ঠিকই দেখছেন, অভিনেত্রীর জুতো দেখেই প্রশ্ন জেগেছে অনেকের মনে। এক নেটিজেন তো প্রশ্নই করে বসলেন, ‘কত সাইজের জুতো পড়েন অভিনেত্রী?’

Subhashree Ganguly in Paris

প্রসঙ্গত, ছুটি শেষ হলেই আবারও ব্যস্ততা অপেক্ষায় রয়েছে রাজ-শুভশ্রী জুটির জন্য। কারণ সামনেই রয়েছে আরও একটি ছবির রিলিজ। প্রেম বা কমার্শিয়াল গল্প থেকে সরে একটু অন্য ধরণের কাহিনী ‘বৌদি ক্যান্টিন’ নিয়ে আসছেন শুভশ্রী। যেখানে ইন্দুবালা ভাটেরহোটেল আর ডক্টর বক্সীর ছবিতে দেখা যাবে তাকে। তাছাড়া টলিউডের পর এবার বলিউডেও এন্ট্রি নিতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥