আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু মজার ডাকনাম (Nickname) থাকে, যে নামে আমাদের বাড়ির লোকজন ডাকেন। আর বেশিরভাগ ক্ষেত্রেই সবার সামনে সেই নামে ডাকায় আমাদের থাকে প্রবল আপত্তি। তবে জানিয়ে রাখি, এমনটা শুধুমাত্র কিন্তু আমাদের ক্ষেত্রে নয়, টলিউড নায়িকাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাঁদেরও এমন কিছু মজার ডাকনাম রয়েছে। আজ বং ট্রেন্ডের টলিপাড়ার ৫ সুন্দরী অভিনেত্রীর (Tollywood actress) ডাকনাম তুলে ধরা হল।
স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)- তালিকার প্রথম নামটিই হল টলি সুন্দরী স্বস্তিকা মুখার্জির। তাঁর ডাকনাম হল ‘ভেবলি’। অভিনেত্রী একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, ভেবলি নামে এখন আর শুধুমাত্র বাড়িতে নয়, ঋতুপর্ণ ঘোষ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সৌজন্যে কাজের জায়গাতেও অনেকেই জেনে গিয়েছেন।
পাওলি দাম (Paoli Dam)- এই টলি সুন্দরীর ডাকনামটিও কিন্তু বেশ মিষ্টি। পাওলিকে তাঁর কাছের মানুষেরা ‘পাও’ বলে ডাকেন। এমনকি এই নামটি অভিনেত্রীর নিজেরও বেশ পছন্দের। শোনা যায়, পাওলির স্বামীও তাঁকে ভালোবেসে পাও বলেই ডাকেন।
মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)- মিমি একবার এক সাক্ষাৎকারে নিজের ডাকনাম সকলের সামনে ফাঁস করেছিলেন। অভিনেত্রী বলেছিলেন, তাঁর মা তাঁকে ‘মোনা সোনা’ বলে ডাকেন। আসলে নাকি ‘মোটু সোনা’র বিকল্প ডাক হল এটা। আর মিমির বাবা তাঁকে ডাকেন ‘বকপাখি’ বলে। কারণ অভিনেত্রী মাঝেমধ্যেই এক পায়ে দাঁড়িয়ে থাকেন বলে তাঁর বাবা তাঁকে এই নাম দিয়েছেন।
রাইমা সেন (Raima Sen)- তালিকায় নাম রয়েছে টলিউডের মিষ্টি নায়িকা এবং ইন্টারনেট সেনসেশন রাইমা সেনেরও। অভিনেত্রীর ‘অফিসিয়াল ডাকনাম’ হল ডোলু। তবে রাইমার কাছের মানুষেরা তাঁকে ‘ডলস’, ‘ডোলি’, ‘ডলজি’ নামে নাকি ডেকে থাকেন।
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)- টলি সুন্দরী সায়ন্তিকা একবার এক সাক্ষাৎকারে নিজের ডাকনাম ফাঁস করেছিলেন। অভিনেত্রী বলেছিলেন, তাঁর বাবা তাঁকে ‘দধিমণি’ বলে ডাকেন। কারণ তিনি নাকি ছোটবেলায় দুধ খাওয়ার পর তা তুলে দিতেন।
অভিনেত্রীর কথায়, ‘আমি বাবাকে এখন বলি সবার সামনে আমায় ওই নামে যেন না ডাকে। তবে বাবা পিছনে লাগার জন্য ঠিক সেটাই করে’। টলি সুন্দরী জানিয়েছিলেন, এখন নাকি তাঁর বন্ধুরাও তাঁর পিছনে লাগার জন্য তাঁকে ‘দধিমণি’ বলে ডাকেন।