‘মহাভারত’এর (Mahabharat) ওপর ভিত্তি করে যে বলিউডে সিনেমা তৈরি হতে চলেছে, তা আগেই জানা গিয়েছিল। শোনা গিয়েছিল, আমির খান এই ছবির ওপর কাজ করতে চলেছেন। তবে এবার ‘মহাভারত’ নিয়ে একটি বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, আমির এই ছবি তৈরির পরিকল্পনা বাতিল করার পর এবার নামী প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা (Firoz Nadiadwala) এই ছবিটি তৈরি করতে চলেছেন।
সম্প্রতি ‘মহাভারত’ সংক্রান্ত একাধিক বড় আপডেট প্রকাশ্যে এসেছে। স্টার কাস্ট থেকে শুরু ছবির বিশাল বাজেট- সব কিছুর বিষয়েই সামনে এসেছে একাধিক তথ্য। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ‘হেরা ফেরি’, ‘ওয়েলকাম’এর মতো ব্লকবাস্টার সিনেমার প্রযোজক এই ছবিটিকে এমনভাবে তৈরি করতে চাইছেন যা দেখে দর্শকরা চোখ ফেরাতে পারবেন না।
সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে একজন সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘ফিরোজ নাদিয়াদওয়ালা মহাভারতের ওপর কাজ শুরু করে দিয়েছেন। তিনি ভারতীয় সিনেমার সবচেয়ে সুন্দর ছবি করতে চাইছেন এটিকে। গত ৪-৫ বছর ধরে এই ছবির চিত্রনাট্যের ওপর কাজ চলছে। নির্মাতারা প্রি-প্রোডাকশনের ওপর আরও বেশ কয়েক বছর ব্যয় করবেন’।
ছবির সঙ্গে জড়িত সূত্রের সংযোজন, ‘২০২৫ সালের শুরুর দিক থেকে ছবির মূল দৃশ্যায়ন শুরু হবে। আশা করা হচ্ছে, ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ হিন্দি-সহ বেশ কিছু ডাবড ভাষায় মুক্তি পাবে এই সিনেমা’। তিনিই জানিয়েছেন, ৩ ঘণ্টায় সম্পূর্ণ ‘মহাভারত’এর কাহিনী দর্শকদের সামনে পেশ করবেন নির্মাতারা। এই ছবির জন্য মোট খরচ হবে ৭০০ কোটিরও বেশি টাকা। প্রসঙ্গত, ১৯৬৫ সালেও মুক্তি পেয়েছিল ‘মহাভারত’। অভিনত করেছিলেন প্রদীপ কুমার, পদ্মিনী এবং দারা সিং। সেই সময় বক্স অফিসে ঝড় তুলেছিল সেই ছবিটি। শোনা যাচ্ছে, সেই সুপারহিট ছবিটির মতো করেই ৭০০ কোটির সিনেমা তৈরি করতে যাচ্ছেন ফিরোজ নাদিয়াদওয়ালা এবং তাঁর টিম।
শুধু ‘মহাভারত’এর বাজেট এবং শ্যুটিং শুরুই নয়, ছবির স্টার কাস্ট সংক্রান্তও বেশ কিছু তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, ছবিতে থাকতে চলেছেন বলিউড সুপারস্টার অজয় দেবগণ, অক্ষয় কুমার, রণবীর সিং, পরেশ রাওয়াল, অনিল কাপুর, নানা পাটেকরের মতো শিল্পীরা। এছাড়াও বেশ কিছু নামী এবং নতুন অভিনেত্রীদেরও নেওয়া হবে। তবে সবচেয়ে বড় চমক হল, শুধুমাত্র বলিউডের অভিনেতা-অভিনেত্রীরাই নন, দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির বহু নামী তারকারাও থাকবেন এই বিগ বাজেট ছবিতে।
সব মিলিয়ে ৭০০ কোটির ‘মহাভারত’এ থাকতে চলেছে একাধিক চমক। শোনা যাচ্ছে, বিদেশে হবে ছবির ভিএফএক্স-সহ পোস্ট প্রোডাকশনের বেশ কিছু কাজ। এবার দেখার, ভারতীয় সিনেমার ইতিহাসের সবচেয়ে দামি এই ছবি বক্স অফিসে কেমন ব্যবসা করে।