বাংলা টেলিভিশন জগতে একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন টুম্পা ঘোষ (Tumpa Ghosh)। সুন্দরী এই টেলি অভিনেত্রীকে একসময় অনেকেই চিনতেন বাংলার প্রথম সারির বিনোদনমূলক চ্যানেলগুলির অভিনেত্রী হিসাবে। মিষ্টি এই অভিনেত্রী অভিনয়ে হাতেখড়ি হয়েছিল আজ থেকে দশ বছর আগে ২০১২ সালে।
নিউকামার হয়েও প্রথমেই অভিনয়ের সুযোগ পেয়েছিলেন স্টার জলসার মতো প্রথমসারির বিনোদনমূলক চ্যানেলে। টুম্পার প্রথম সিরিয়াল ছিল বিধির বিধান। আর এই সিরিয়ালে তিনিই ছিলেন প্রধান নায়িকা।এদিক দিয়ে দেখতে গেলে টুম্পা অনেকটাই লাকি। কারণ প্রথম সিরিয়ালেই বিনোদন জগতের প্রথমসারির বিনোদনমূলক চ্যানেলে মুখ্যচরিত্রে অভিনয়ের সুযোগ নায়ক নায়িকাদের ঝুলিতে খুব একটা আসে না বললেই চলে।
প্রথম সিরিয়াল শেষ হতেই পরের বছরই অর্থাৎ ২০১৩ সালে টুম্পা সুযোগ পেয়ে যান জি বাংলায়। এই চ্যানেলের ভীষণ জনপ্রিয় মেগা সিরিয়াল ‘রাগে অনুরাগে’ ধারাবাহিকে কড়ি ও কোমলের ডবল রোলে অভিনয় করেই তিনি হয়ে উঠেছিলেন দর্শকদের একেবারে ঘরের মেয়ে। সেসময় সারা বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এই সিরিয়ালটি।
এছাড়াও অভিনেত্রীর অভিনয়ের ঝুলিতে রয়েছে জি বাংলার রাঙিয়ে দিয়ে যাও থেকে শুরু করে জয় কালী কোলকাত্তায়ালি,বেদিনী মোলুয়ার কথা,অগ্নিজল, এমনই আরো একাধিক সিরিয়াল।পরবর্তীতে এই অভিনেত্রীকে কালারস বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘নিশির ডাকে’ শ্রীময়ী চরিত্র দেখা গিয়েছিল।
পরবর্তীতে কালার্স বাংলারই অপর একটি জনপ্রিয় ধারাবাহিক ‘তিন শক্তির আধার ত্রিশূল’-এ তিনি দুর্গা চরিত্রে অভিনয় করেছিলেন। আর তার বিপরীতে নায়কের চরিত্রের দেখা গিয়েছিল এখনকার জগদ্ধাত্রী সিরিয়ালের নায়ক স্বয়ংভুকে। এছাড়া টুম্পা জি বাংলা সিনেমার একটি সিনেমা ‘পান সুপারি’তেও অভিনয় করেছিলেন।
শুধু তাই নয় দু’দুবার মহালয়াতেও দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। ৮ বছর আগে একবার জি বাংলার মহালয়ায় দুর্গা সেজেছিলেন তিনি। তাছাড়াও গতবছর কালার্স বাংলায় দেবী দুর্গার অন্যতম রূপ দেবী চন্দ্রঘন্টার সাজে দেখা গিয়েছিল টুম্পাকে।