জি বাংলার রান্নাঘর (Rannaghor) সঞ্চালিকা সুদীপা চ্যাটার্জীকে (Sudipa Chatterjee) নিয়ে নেটপাড়ায় তর্ক বিতর্ক চলছেই। গতমাসের শেষে তাঁর একটি পোস্ট ভাইরাল হয়ে পরে। সেই থেকেই শুরু হয় বিতর্কের। যদিও পোষ্টটি ডিলিট করে দেন তিনি, তবে বিতর্ক থামেনি, বরং বেড়েছে। ‘অহংকারী’ ‘দাম্ভিক’ এর মত মন্তব্য শুনতে হয়েছে তাকে। সম্প্রতি এমনও কানাঘুষো শোনা গিয়েছিল যে বিতর্কের জেরে সঞ্চালনার কাজটাই নাকি হারাতে চলেছেন তিনি।
তাঁর বা বদলে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) হতে চলেছেন রান্নাঘরের নতুন সঞ্চালিকা। টলিপাড়ার অন্দরের গুঞ্জন এমনটাই বলছিল। তবে গুঞ্জনে জল ঢেলে দিয়েছেন সুদীপা নিজেই। তার মতে এমন কোনো কিছুই হচ্ছে না। গুজবে কাজ দেবেন না, আগামী চতুর্থী পর্যন্ত পর্বের শুটিং ইত্যিমধ্যেই হয়ে গিয়েছে। তাই সঞ্চালিকা বদলের খবর সম্পূর্ণ ভুয়ো।
আসলে অনলাইনে খাবার অর্ডার করার পর ফুড ডেলিভারি অ্যাপের বিরুদ্ধে মন্তব্য করেহসালেন তিন। এরপর থেকেই নেটিজেনদের কটাক্ষের শিকার হয়ে পড়েন তিনি। নেটিজেনরা তাঁকে ‘অহংকারী’, ‘অভদ্র’ এর মত তকমা দিতে শুরু করেন। এরপর আরও একটি বার্তা দিয়েছিলেন অভিনেত্রী কিন্তু তাতে বির্তক না কমে উল্টে বেড়েছে। কারণ ক্ষমা চাওয়ার বদলে তিনি জানান, লোকে তাকে বুঝতে ভুল করেছে।
অবশ্য সেই পোস্টে অভিনেত্রী জানিয়েছিলেন, ইচ্ছাকৃত ভাবে কাউকে কষ্ট দিতে চাননি তিনি। অনিচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দিয়ে থাকলে দুঃখিত। এরপর বিতর্ক তো কমেই নি বরং বয়কটের ডাক উঠতে থাকে নেটপাড়ায়। রান্নাঘরের সঞ্চালিকা থেকে সরাতে হবে তাকে নাহলে চ্যানেল বয়কট করা হবে। এমন মন্তব্য দেখা যায় চ্যানেলের ভিডিও ও ছবির কমেন্ট বক্সে।
তবে, সঞ্চালিকা যে বদল হচ্ছে না সেটা আগেই জানিয়ে দিয়েছেন অভিনেত্রী। এবার সঞ্চালিকা বদল নিয়ে মুখ খুললে অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এদিন সংবাদ মাধ্যমকে তিনি জানান, যে খবর রটেছে সেটা ভুয়া। রান্নাঘর কেন, কোনো রান্নার শোয়ের সঞ্চালনায় তিনি করছেন না। সম্ভাবনাও নেই, বরং লক্ষী কাকিমা সুপারস্টারের শুটিং নিয়েই তিনি ব্যস্ত।