এই মুহূর্তে বাংলা সেরা ধারাবাহিকের কথা উঠলে প্রথমেই আসে, জি বাংলার মিঠাই’-এর নাম। দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার পাতায় মিঠাই ফ্যানদের পাগলামি দেখে সে কথা আন্দাজ করতে পারেন যে কেউ। এই ধারাবাহিকের নায়ক নায়িকা সিদ্ধার্থ মিঠাই তো দর্শকদের নয়নের মণি!
কিন্তু তারা ছাড়াও ছাড়াও দর্শকদের পছন্দের তালিকায় রয়েছেন আরো একাধিক কলাকুশলী। সকলের জীবনের খুঁটিনাটি সমস্ত বিষয় সম্পর্কে একেবারে নখদর্পণে থাকে মিঠাই ফ্যানদের। পান থেকে চুন খসলেই তা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেলেন অনুরাগীরা।যার ফলে মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসে তারকাদের ব্যক্তিগত জীবনও।
এই যেমন কিছুদিন আগেও সৌমিতৃষা,আদৃত এবং কৌশাম্বীর ত্রিকোণ প্রেম নিয়ে প্রেমের খবরে সরগরম ছিল পেজথ্রীর পাতা। শোনা যাচ্ছিল এক সময় যে কৌশাম্বী আর সৌমিতৃষা প্রাণের বন্ধু ছিলেন অদৃতের সাথে সেই দিদিয়া অর্থাৎ নন্দা অভিনেত্রী কৌশাম্বীর সম্পর্কের কারণে ফাটল ধরেছে সেই বন্ধুত্বের। এমনকি বহুদিন তাদের একসাথে দেখা যায়নি অফ স্ক্রিনে।
এও শোনা গিয়েছিল কৌশাম্বীর সাথে অদৃতের সম্পর্কের কারণেই তার সাথে মুখ দেখা দেখিও বন্ধ করেছে সৌমিতৃষা। অনুরাগীদের একাংশের ধারণা ছিল আর আদৃত একতরফা ভালোবাসে তাদের মিঠাই রানী। মাঝে একটা সময় সৌমিতৃষা একপ্রকার স্বীকার করে নিয়েছিলেন কৌশাম্বীর সাথে তার পেশাগত কারণে একটা ঝামেলা হয়েছিল। তবে পরবর্তীতে সিড মিঠাইয়ের বিবাহ বার্ষিকী পর্বের সময় থেকে ধীরে ধীরে বদলাতে শুরু করে দৃশ্যটা।
কিছুদিন আগেই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট মিটিয়ে একই ফ্রেমে ধরা দিয়েছিলেন আদৃত সৌমিতৃষা। আর এবার মিঠাই সিরিয়ালের পিসি অভিনেত্রী অর্পিতা মুখার্জী (Arpita Mukherjee) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সিরিয়ালের মহিলা মহলের একসাথে ডিনার ডেটে যাওয়ার ছবি। সেই ছবিতেই একই ফ্রেমে হাসিমুখে ধরা দিয়েছেন সৌমিতৃষা কুন্ডু এবং কৌশাম্বী চক্রবর্তী।
ছবিতে পর্দার মিঠাই,নন্দা ছাড়াও ক্যাজুয়াল পোশাকে রয়েছেন ঠাম্মি,পিসি,তোর্সা,নিপা। সেই ছবি দেখার পর থেকে যার পর নাই খুশি মিঠাইয়ের অনুরাগীরা। তবে একাংশের দাবি এই শুধুমাত্র লোক দেখানোর জন্যই এই ছবি পোস্ট করা হয়েছে। আসলে পর্দার এই ননদ বৌদির সম্পর্ক আদৌ আগের মতো হয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে অনেকেরই।