গত কয়েকদিন ধরে সংবাদমাধ্যমের আলোচনার কেন্দ্রে রয়েছেন বলিউডের বিতর্কিত সমালোচক কেআরকে (KRK)। মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার হওয়ার পর থেকে সংবাদমাধ্যম জুড়ে শুধু তাঁরই চর্চা। তবে সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন তিনি। আর এরপর থেকেই একের পর এক বিস্ফোরক টুইট করছেন তিনি। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে।
সম্প্রতি যেমন নিজের জেলে (Jail) থাকার অভিজ্ঞতা নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কেআরকে। আর এরপর থেকেই তাঁর দিকে ধেয়ে এসেছে ‘মিথ্যেবাদী’ তকমা। প্রকাশ্যে এমনভাবে ‘মিথ্যা’ বলার জন্য তাঁকে ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা।
সম্প্রতি কেআরকে নিজের টুইটারে লেখেন, তাঁকে নাকি জেলে কিছু খেতে দেওয়া হয়নি। ১০ দিন শুধুমাত্র জল খেয়ে বেঁচে ছিলেন তিনি। আর এই কারণেই নাকি তাঁর ১০ কেজি ওজনও কমে গিয়েছে। এই টুইট দেখার পর থেকেই নেটমাধ্যমে চরম কটাক্ষের শিকার হচ্ছেন বিতর্কিত চলচ্চিত্র সমালোচক।
কেআরকে টুইটারে লিখেছেন, ‘আমি লক আপে ১০ দিন শুধুমাত্র জল খেয়ে বেঁচে ছিলাম। আর সেই কারণেই আমার ১০ কেজি ওজন কমে গিয়েছে’। আর ব্যস, একের পর এক তাঁর দিয়ে ধেয়ে আসতে থাকে নানান কটু মন্তব্য। এমন মিথ্যা কথা বলার জন্য অনেক নেটিজেন তো তাঁকে ধুয়েও দিয়েছেন।
I was surviving with only water for 10 days in lockup. So I have lost 10 kg weight.
— KRK (@kamaalrkhan) September 13, 2022
একজন নেটাগরিক যেমন কেআরকের পোস্টে কমেন্ট করেছেন, ‘এটা মেডিক্যালি কীভাবে সম্ভব? প্রচুর খাটনি এবং শুধুমাত্র জল খেয়ে বেঁচে থাকা সত্ত্বেও ১০ দিনে ১০ কেজি ওজন কমানো একেবারে অসম্ভব। মাসলের মাংস হোক কিংবা ফ্যাট- সবেতেই অসম্ভব’। আর একজন আবার লিখেছেন, ’১০ দিনে ১০ কিলো। এটা কি আদৌ সম্ভব?’
Kutte ki dum kabhi seedhi nhi ho skti ? am sure you will start your spicy reviews soon.
I understand they will blackmail with something, you are away from threat but something they have which will cost you a headache that’s why you are scared ?— Dil Sahni (@dil_sahni2) September 13, 2022
একজন নেটিজেন আবার সরাসরি কেআরকে’কে ‘কুকুরের ল্যাজ’ বলে সম্বোধন করে লেখেন, ‘কুকুরের ল্যাজ কখনও সোজা হয় না। আমি নিশ্চিত আপনি আপনার ঝাল রিভিউ খুব তাড়াতাড়িই শুরু করবেন। আমি বুঝতে পারছি ওনারা আপনাকে কিছু দিয়ে ব্ল্যাকমেল করছে। আপনি এখন বিপদের থেকে দূরে থাকলেও ওনাদের কাছে এমন কিছু আছে যা আপনার মাথা ব্যথার কারণ হতে পারে। সেই কারণেই আপনি এত ভয় পেয়ে আছেন’।