• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দার মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা বাস্তবে কেমন! সিক্রেট ফাঁস করলেন সুপার কুল ঠাম্মি

Published on:

মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,ঠাম্মি,Thammi,স্বাগতা বসু,Swagata Basu,গোপন তথ্য,Secret

এই মুহূর্তে বাংলার সেরা সিরিয়াল বলতে প্রথমেই আসে একটাই নাম তাহলে জি বাংলার ‘মিঠাই’ (Mithai)। সিরিয়ালপ্রেমী দর্শকদের মধ্যেএই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার প্রয়োজন নেই।  সোশ্যাল মিডিয়ার পাতায় এই সিরিয়ালের নায়ক-নায়িকা থেকে শুরু সমস্ত কলাকূশলীদের নিয়ে অনুরাগীদের পাগলামি দেখলে তা বোঝা যায় হামেশাই।

এই সিরিয়ালের নায়িকা মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) তো দর্শকদের নয়নের মনি। তার অভিনয় নিয়ে কোন কথা হবে না। এই ধারাবাহিককে অভিনয় করে দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছেন পর্দার মিঠাইরানি। তবে নায়ক নায়িকার ছাড়াও এই ধারাবাহিকে আরও একাধিক চরিত্র আছে যা দর্শকদের অত্যন্ত কাছের। এই ধারাবাহিকের এমন একটি চরিত্র হলো মিঠাই সিদ্ধার্থের ঠাম্মি (Thammi)।

মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,ঠাম্মি,Thammi,স্বাগতা বসু,Swagata Basu,গোপন তথ্য,Secret

এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী স্বাগতা বসু (Swagata Basu)। দীর্ঘ দেড় বছর বছরেরও বেশি সময় ধরে টিভির পর্দায় চলছে এই সিরিয়াল। আর এতদিন সিরিয়ালে অভিনয় করার সুবাদেই এই সিরিয়ালের নায়ক নায়িকা থেকে শুরু করে সমস্ত কলাকুশলী সকলেই হয়ে উঠেছেন একেবারে পরিবারের মত। ইতিপূর্বে একথা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন এই সিরিয়ালের সমস্ত কলাকুশলীরা। যার ঝলক তাদের অভিনয়ের মধ্যে দিয়েই ফুটে ওঠে টিভির পর্দায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিঠাই অভিনেত্রী সৌমিত্রিশা কুন্ডুর একাধিক সিক্রেট (Secret) ফাঁস করেছেন তার অনস্ক্রিন ঠাম্মি অভিনেত্রী স্বাগতা বসু। আসলে পর্দার মতোই পর্দার বাইরেও তাদের সম্পর্কটা ভীষণ মিষ্টি। তাই পর্দার ঠাম্মির মতোই বাস্তবেও কিন্তু এই অভিনেত্রীর সাথে দারুন বন্ডিং সৌমিতৃষার। একসাথে মাঝেমধ্যেই নানা ছবি এবং ভিডিও শেয়ার করতে দেখা যায় তাদের।

মিঠাই,Mithai,সৌমিতৃষা কুন্ডু,Soumitrisha Kundu,ঠাম্মি,Thammi,স্বাগতা বসু,Swagata Basu,গোপন তথ্য,Secret

সম্প্রতি মিঠাইরানির পর্দার ঠাম্মি জানিয়েছেন সিরিয়ালের সেটে সৌমি পুরো বাচ্চাদের মতো করে থাকেন। উদাহরণ দিয়ে প্রবীণ অভিনেত্রী জানিয়েছেন মিঠাইকে কেউ যদি ফল,মিষ্টি হোক কিংবা মাছ ভাত খেতে বলে তাহলে নাকি তিনি কিছুই খেতে পারেন না।

অথচ সেই খাবারই যদি কেউ তাকে খাইয়ে দেন তখন তিনি  খেতে পারেন। সেইসাথে অভিনেত্রী জানান সিরিয়ালের মতোই শুটিং ফ্লোরেও তার এবং দাদাই অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর কথা সৌমি আর আদৃত খুব শোনেন। তাদের একে ওপরের সাথে খুব মিষ্টি একটা সম্পর্ক রয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥