বাংলার টেলি জগতের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন উষসী রায় (Ushasi Roy)। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘মিলন তিথি’ (Milan Tithi) দিয়েই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল উষসীর। এই সিরিয়ালে তিনি জনপ্রিয় অভিনেতা জীতুকোমল -এর বিপরীতে অভিনয় করেছিলেন। সেসময় দর্শকমহলে বেশ জনপ্রিয়তাও পেয়েছিল এই সিরিয়াল।
এরপরেই হানি বাফনার বিপরীতে দ্বিতীয় সিরিয়াল ‘বকুল কথা’ (Bokul Kotha) থেকেই দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে ওঠেন অভিনেত্রী। এই সিরিয়াল থেকেই দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। এই সিরিয়ালে একেবারে টম বয় বকুলের (Bokul) চরিত্রে উষসীর অভিনয় অল্প দিনেই মন জয় করে নিয়েছিল দর্শকদের। এই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার কয়েকদিনের মধ্যেই তিনি ফিরে আসেন ছোটো পর্দার কাদম্বিনী হয়ে।


সেখানেই তার সাথে কথায় কথায় হাবে ভাবে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের খানিকটা হলেও ইঙ্গিত দিলেন বর্তমানে কোনো একজন বিশেষ মানুষ রয়েছেন উষসীর জীবনে। কিন্তু আসলে তিনি কে সে বিষয়ে তার নাম পেটে আসলেও মুখে আনেননি উষসী। কিন্তু কি কারনে হঠাৎ তিনি এত গ্লো করছেন একথা জানতে চাইলে লজ্জায় একেবারে লাল হয়ে যান উষসী। জি বাংলার তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল গতকালের পর্বের একটি অংশের ছোট ভিডিও ক্লিপ। এই ভিডিও কমেন্ট সেকশানে অনেকেই স্পষ্ট বলেছেন নুসরাত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈনই উষসীর হঠাৎ এই গ্লোর আসল কারণ।