• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাটে হাঁড়ি ভাঙলেন রচনা! সকলের সামনেই জানলেন ছোট পর্দার বকুলের গ্লো করার আসল কারণ

Published on:

উষসী রায়,Ushasi Roy,নিখিল জৈন,Nikhil Jain,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,বকুল কথা,Bokul Kotha

বাংলার টেলি জগতের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন উষসী রায় (Ushasi Roy)। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘মিলন তিথি’ (Milan Tithi) দিয়েই অভিনয়ে হাতেখড়ি হয়েছিল উষসীর। এই সিরিয়ালে তিনি জনপ্রিয়  অভিনেতা জীতুকোমল -এর বিপরীতে অভিনয় করেছিলেন। সেসময় দর্শকমহলে বেশ জনপ্রিয়তাও পেয়েছিল এই সিরিয়াল।

এরপরেই হানি বাফনার বিপরীতে দ্বিতীয় সিরিয়াল ‘বকুল কথা’ (Bokul Kotha) থেকেই দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে ওঠেন অভিনেত্রী। এই সিরিয়াল থেকেই দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। এই সিরিয়ালে একেবারে টম বয় বকুলের (Bokul) চরিত্রে উষসীর অভিনয় অল্প দিনেই মন জয় করে নিয়েছিল দর্শকদের। এই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার কয়েকদিনের মধ্যেই তিনি ফিরে আসেন ছোটো পর্দার কাদম্বিনী হয়ে।

ঊষসী রায় Ushasi Roy

তবে কাদম্বিনী শেষ হওয়ার পর এখনও পর্যন্ত নতুন কোনো সিরিয়ালে (Serial) দেখা যায়নি উসষীকে। কিন্তু তার মানে এই নয় অভিনয় থেকে একেবারে বিরতি নিয়েছেন উসষী। আসলে ছোট পর্দা থেকে বিরতি নিলেও তিনি এখন কাজ করে চলেছেন একের পর এক ওয়েব সিরিজে (Web Series)। এরইমধ্যে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন।
উষসী রায়,Ushasi Roy,নিখিল জৈন,Nikhil Jain,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,বকুল কথা,Bokul Kotha
টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে টলিউড অভিনেত্রী নুসরত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈন (Nikhil Jain)-এর সাথে সম্পর্কে রয়েছেন উসষী। এই জল্পনা যখন তুঙ্গে ঠিক তখনই ঘৃতাহুতীর মতোই নিখিল জৈনের সঙ্গে তাঁরই বিপণীর হয়ে প্রচার করলেন ঊষসী। ব্যাস এতেই দু’য়ে দু’য়ে চার করে ফেলেন অনেকেই।
যদিও এরপরেই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে সংবাদমাধ্যমে অভিনেত্রী জানিয়েছিলেন তাদের নিয়ে যেটা আলোচনা চলছে সেটা একেবারেই ভুল। নিখিলের সাথে তার সেরকম কোনো সম্পর্কই নাকি নেই তারা শুধু একসাথে কাজ করছেন মাত্র। এই ঘটনার এখনো একমাসও হয়নি। এরই মধ্যে রবিবারই ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1) এর মঞ্চে এসেছিলেন অভিনেত্রী উষসী রায়।
উষসী রায়,Ushasi Roy,নিখিল জৈন,Nikhil Jain,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,বকুল কথা,Bokul Kotha

সেখানেই তার সাথে কথায় কথায় হাবে ভাবে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের খানিকটা হলেও ইঙ্গিত দিলেন বর্তমানে কোনো একজন বিশেষ মানুষ রয়েছেন উষসীর জীবনে। কিন্তু আসলে তিনি কে সে বিষয়ে তার নাম পেটে আসলেও মুখে আনেননি উষসী। কিন্তু কি কারনে হঠাৎ তিনি এত গ্লো করছেন একথা জানতে চাইলে লজ্জায় একেবারে লাল হয়ে যান উষসী। জি বাংলার তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল গতকালের পর্বের একটি অংশের ছোট ভিডিও ক্লিপ। এই ভিডিও কমেন্ট সেকশানে অনেকেই স্পষ্ট বলেছেন নুসরাত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈনই উষসীর হঠাৎ এই গ্লোর আসল কারণ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥