• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লালঝুড়ির ‘ধূলোকণা’য় নতুন মোড়! TRP বাড়াতে চড়ুইয়ের জীবনে নায়ক হয়ে আসছে ‘খুড়কুটো’র রূপাঞ্জন

Published on:

রাজা গোস্বামী,Raja Goswami,ধূলোকণা,Dhulokona,চড়ুই,Chorui,নতুন চরিত্র,New Role,খুড়কুটো,Khorkuto,রূপাঞ্জন,Rupanjan

বাংলা বিনোদন জগতের অন্যতম পরিচিত একজন অভিনেতা হলেন রাজা গোস্বামী (Raja Goswami) । প্রায় এক দশক আগে ২০১০ সালে স্টার জলসার পর্দায় ‘ভালোবাসা ডট কম’ (Bhalobasa Dot Com) সিরিয়ালের হাত ধরেই ছোট পর্দার অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল রাজার। এরপর আর পিছনে ফায়ার তাকাতে হয়নি রাজাকে। একের পর এক  জনপ্রিয় সব ধারাবাহিকে চুটিয়ে কাজ করে চলেছেন তিনি।

তবে সেই ‘ভালোবাসা ডট কম’-এর ওম থেকে শুরু করে ‘খড়কুটো'(Khorkuto) সিরিয়ালের রূপাঞ্জন (Rupanjan) বরাবরই তাঁর অভিনয় মুগদ্ধ করেছে দর্শকদের। কিছুদিন আগেই টিভির পর্দায় শেষ হয়েছে রাজা অভিনীত শেষ ধারাবাহিক ‘খড়কুটো’। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় শুরু থেকেই মন খারাপ ছিল এই সিরিয়ালের অনুরাগীদের।

রাজা গোস্বামী,Raja Goswami,ধূলোকণা,Dhulokona,চড়ুই,Chorui,নতুন চরিত্র,New Role,খুড়কুটো,Khorkuto,রূপাঞ্জন,Rupanjan

মন ভালো ছিল না পর্দার রূপাঞ্জনেরও। সিরিয়াল শেষ হওয়ার পর রূপাঞ্জন জানিয়েছিলেন রাজা জানিয়েছিলেন তার দীর্ঘদিনের অভিনয় জীবনে ‘খড়কুটো’ ছিল সব কিছুর উর্দ্ধে। অভিনেতার কথায় ‘এই ধারাবাহিক করতে গিয়ে একটা পরিবার পেয়েছি। এখানে কোনও হিংসে নেই, রেষারেষি নেই। সবাই সবাইকে ভালো অভিনয় করতে সাহায্য করেছে’।

রাজা গোস্বামী,Raja Goswami,ধূলোকণা,Dhulokona,চড়ুই,Chorui,নতুন চরিত্র,New Role,খুড়কুটো,Khorkuto,রূপাঞ্জন,Rupanjan

অনেকে হয়তো জানলে অবাক হবেন শুরুর দিকে খড়কুটো’য় রূপাঞ্জনের চরিত্রটির জন্য নাকি বরাদ্দ ছিল মাত্র তিন দিন। কিন্তু পরিবর্তে ধারাবাহিকের শেষদিন পর্যন্তই টিভির পর্দায় রূপাঞ্জনকে দেখতে পেয়েছেন দর্শক। সিরিয়াল এসএসএইচ হওয়ার পর মাঝে কিছুদিনের বিরতি নিয়েছিলেন রাজা। তবে অভিনেতার  ভক্তদের জন্য সুখবর।


ফের একবার লিনা গাঙ্গুলীরই সিরিয়ালে ফিরলেন অভিনেতা। সম্প্রতি স্টার জলসার ‘ধূলোকণা’ সিরিয়ালে অতিথি চরিত্র হয়েই এন্ট্রি নিয়েছেন রাজা। সিরিয়ালে আগামী দিনে চড়ুইয়ের নায়কের চরিত্রে দেখা যাবে তাকে। সিরিয়ালে চড়ুইয়ের মা চান্দ্রেয়ীর বান্ধবী শ্রীরূপার ছেলে ঋষির চরিত্রে দেখা যাচ্ছে তাকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥