পুজো আসছে! হাতে গোনা আর মাত্র কয়েক দিন, তারপরেই হুড়মুড়িয়ে এসে পড়বে বাঙালির প্রিয় উৎসবের দিনগুলি। প্রত্যেক বাঙালিই প্রিয় উৎসবের এই দিন দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকেন সারা বছর। পুজো মানে মণ্ডপে মণ্ডপে প্রতিমার ঢল আর শহর জুড়ে আলোর রোশনাযই। সাধারণ মানুষের মতো সেলিব্রেটিরাও কিন্তু পুজোর দিনগুলোতে চুটিয়ে আনন্দ করেন।
তবে শুধু পুজোর আনন্দই নয়, পুজো উপলক্ষে সেলিব্রেটিতে থাকে আরো একটি বিশেষ কাজ এসে পড়ে। মণ্ডপে মণ্ডপে পুজোর উদ্বোধনীতে এখন থেকেই ডাক পড়ছে ছোট পর্দা থেকে বড় পর্দায় বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের। এইমাত্র কিছুদিন আগেই ছোট পর্দার তারকাদেরপুজো মণ্ডপে ফিতে কাটার পারিশ্রমিকের তালিকা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল গোটা বাংলায়।
পরবর্তিতে সেই তালিকা ভুয়ো বলে দাবি করে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছিল মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবংপিলু সিরিয়ালের আহির অভিনেতা গৌরব রায়চৌধুরীকে। এবার প্রায় সেই একই ধরনের ঘটনা ঘটলো টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) সাথে। স্বাভাবিকভাবে ছেড়ে কথা বলেননি অভিনেত্রী নিজেও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার (Poster) ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সবুজ রঙের শাড়িতে সাবেকি সাজে, ঝলমলে হাসি মুখে ধরা দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সেই ছবির পোস্টারে লেখা রয়েছে যেকোনো লাইভ শো এবং খুঁটিপুজোর (Khunti pujo) জন্য যোগাযোগ করতে গৌতম ভৌমিক এবং স্বপন পোড়েল নামে দুজন ব্যক্তির সাথে।সেইসাথে দেওয়া রয়েছে ওই দুজন ব্যক্তির ফোন নাম্বার।
যথারীতি এই পোস্টার নানা হাত ঘুরে এসে পৌঁছায় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির কাছে। তারপরে প্রচন্ড বিরক্ত হয়েই, অভিনেত্রী সোশ্যাল মিডিয়ার পাতায় লিখেছেন ‘এটাই মনে হচ্ছে নিয়ম হয়ে গেছে আর্টিস্টদের সঙ্গে কোনো রকম কথা না বলে, তাদের মতামত না নিয়ে, লিখিত কোন পারমিশন ছাড়াই তাদের ছবি ব্যবহার করে প্রচার করা। আমি কারো সঙ্গে চুক্তিতে নেই,এক্সক্লুসিভলি তো কোন ভাবেই নেই। এই পোস্টের সঙ্গে অভিনেত্রী তার সাথে যোগাযোগের একটি নাম্বারও দিয়ে দিয়েছেন।
পরবর্তীতে সংবাদমাধ্যমের তরফে গৌতম ভৌমিকের সাথে যোগাযোগ করা হলে তিনি নিজের ভুল স্বীকার করে নিয়ে বলেছেন তিনিই নাকি আগে স্বস্তিকার ম্যানেজার ছিলেন। কিন্তু লকডাউনের পরে সবকিছু ওলট-পালট হয়ে যায়। তবে তার ভুল হয়েছে বিজ্ঞাপনটি দেওয়ার আগে তিনি স্বস্তিকা বা তার বর্তমান ম্যানেজারের সঙ্গে কোন রকম যোগাযোগ করে তার অনুমতি নেননি। তাই ভুল স্বীকার করে তিনি অভিনেত্রীর কাছে পোস্টটি তুলে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।