• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রথম সিরিয়াল ‘জন্মভূমি’-তেই খলনায়িকা, ২৫ বছরের অভিনয় জীবন নিয়ে অকপট কিরণমালার ‘প্যাকাটি’

Updated on:

চৈতালি চক্রবর্তী,Chaitali Chakraborty,কিরণমালা,Kiranamala,প্যাকাটি,Pyakati,জন্মভূমি,Janmabhumi

বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন চৈতালি চক্রবর্তী (Chaitali Chakraborty)।বেশিরভাগ ধারাবাহিকই সাধারণত খলনায়িকা চরিত্রই দেখা যায় এই অভিনেত্রীকে. তবে তা বেশ কিছু সিরিয়ালে পজেটিভ চরিত্রেও  অভিনয় করতে দেখা গিয়েছে এই প্রবীণ অভিনেত্রীকে। সম্প্রতি তিনি নিজের সম্পর্কে নানান অজানা কথা নিয়ে খোলামেলা আড্ডায় হাজির হয়েছিলেন টলি টাইম নামে একটি চ্যানেলের সাথে

সেখানেই অভিনেত্রী জানান তাঁর বাড়িতে ছোট থেকেই ছিল অভিনয়ের পরিবেশ। অভিনেত্রীর কথায় তাঁর  দিদিমা দিপালী চক্রবর্তী, মা শেলি পাল, বাবা পরিতোষ পাল সবাই ছিলেন নান্দীকারের মেম্বার। তাছাড়া স্বনামধন্য অভিনেত্রী লিলি চক্রবর্তী হলেন এই অভিনেত্রীর মাসি। ফলে সবমিলিয়ে ছোট থেকেই গ্রীন রুম, রিহার্সাল, নাটক, শুটিং এসব শব্দ গুলো শুনতে শুনতেই বড় হয়েছেন তিনি।

চৈতালি চক্রবর্তী,Chaitali Chakraborty,কিরণমালা,Kiranamala,প্যাকাটি,Pyakati,জন্মভূমি,Janmabhumi

তাই অভিনেত্রীর কথায় ছোট থেকেই তিনি যে পরিবেশের মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছিলেন তার থেকে অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবেই অভিনয়ে এসেছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন অনেক তাই অনেক ছোট থেকেই তিনি অভিনয়ের সাথে যুক্ত রয়েছেন। তবে ধারাবাহিকে তাঁর প্রথম অভিনযয়ের যাত্রা শুরু হয় ১৯৯৭ সালে। বাংলার কালজয়ী মেগা সিরিয়াল ‘জন্মভূমি’ (Janmabhumi)-র হাত ধরে তার প্রথম পথ চলা শুরু হয় তাঁর।

চৈতালি চক্রবর্তী,Chaitali Chakraborty,কিরণমালা,Kiranamala,প্যাকাটি,Pyakati,জন্মভূমি,Janmabhumi

তাই  দেখতে দেখতে এই পেশায় দীর্ঘ ২৫ বছর কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী। তখনকার দিনেই প্রথম সিরিয়ালে খলনায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন চৈতালি চক্রবর্তী। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ছিল স্বর্ণময়ী। তাঁর বিপরীতে নরনারায়ণের চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা গৌতম দে। অভিনেত্রী জানান জন্মভূমি সিরিয়ালের শুটিং যখন শুরু হয় তখন তাঁর বাড়িতে ছিল তাঁর  ছোট্ট মেয়ে। বয়স ছিল এক বছরেরও কম।

চৈতালি চক্রবর্তী,Chaitali Chakraborty,কিরণমালা,Kiranamala,প্যাকাটি,Pyakati,জন্মভূমি,Janmabhumi

সেই সময়ে যখন তাঁর কাছে জন্মভূমিতে অভিনয় করার সুযোগ আসে তখন তাকে জানানো হয়েছিল তার চরিত্রের বয়স পাঁচ থেকে চার দিনের। মেয়ে ছোট থাকায় এই অল্প দিনের এই চরিত্রটি করতে তখন রাজিও  হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই পাঁচ দিনের চরিত্র যে কবে পাঁচ বছরের হয়ে যায় তা নাকি বুঝতে পারেননি অভিনেত্রী নিজেও। প্রসঙ্গত চৈতালি চক্রবর্তী অভিনীত অন্যতম একটি জনপ্রিয় চরিত্র হল ‘কিরণমালা’ (Kiranmala) সিরিয়ালের ‘প্যাকাটি’ (Pyakati) চরিত্র।

চৈতালি চক্রবর্তী,Chaitali Chakraborty,কিরণমালা,Kiranamala,প্যাকাটি,Pyakati,জন্মভূমি,Janmabhumi

কিরণমালা ধারাবাহিকে এই রাক্ষসীর  চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সেই সময়কার বাচ্চারা প্যাকাটির নাম শুনলে রীতিমত ভয় পেতেন। যা নিয়ে একাধিকবার নানা ধরনের মজার অভিজ্ঞতা হয়েছে বলে জানান অভিনেত্রী। বর্তমানে এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে জি বাংলার পিলু সিরিয়ালে পিসিমার চরিত্রে এবং সান বাংলার অন্যতম একটি জনপ্রিয় সিরিয়াল ‘সুন্দরী’তে। নায়িকা সুন্দরীর ঠাকুমা গায়ত্রী গোস্বামীর চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি ওই সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন এই চরিত্রটি করতে পেরে তিনি নিজে ভীষণ খুশি।কারণ এই চরিত্রের সাথে তিনি নিজের ঠাকুমার বেশ মিল খুঁজে পান।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥