• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিমেষেই বদলে গেল খুশির মুহূর্ত! মহাবিপদে গুগলি, প্রকাশ্যে খেলনা বাড়ির নতুন প্রমো 

Published on:

খেলনা বাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,ইন্দ্র,Indra,গুগলি,Googly,নতুন প্রোমো,New Promo

দিনের পর দিন সিরিয়াল আর বিনোদন কথাটা যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে সারাদিনের ব্যস্ততা শেষে রীতিমতো স্ট্রেস বাস্টারের কাজ করে মেগা সিরিয়াল গুলি।দিনে দিনে দর্শক মহলেও বেড়েই চলেছে বাংলা সিরিয়ালের চাহিদা। তাই দর্শকদের চাহিদা পূরণ করতেই একের পর এক ভিন্ন স্বাদের সব নতুন সিরিয়ালের লাইন লাগিয়ে দিচ্ছে বিনোদনমূলক চ্যানেলগুলিও।

অল্প দিনেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে জি বাংলার এমনই এক ভিন্ন স্বাদের সিরিয়াল হল ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)।  সাধারণত সিরিয়ালগুলিই  হয়ে থাকে আমাদের সমাজের আয়না। বাস্তব জীবন থেকে উঠে আসে চরিত্ররাই ঠাঁই পায় সিরিয়ালের গল্পে। একটু ভালো করে দেখলেই বোঝা যায় খেলনা বাড়ির নায়িকা মিতুল (Mitul)-ও ঠিক বাস্তব জীবন থেকে উঠে আসা এমনই একজন চরিত্র।

খেলনা বাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,ইন্দ্র,Indra,গুগলি,Googly,নতুন প্রোমো,New Promo

`যাকে দেখে অনেক মেয়েরাই নিজেদের সাথে মিল খুঁজে পেতে পারেন মিতুলের মতো লড়াকু বুদ্ধিমতী মেয়ের। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই  জানেন এই ধারাবাহিকে কিছুদিন আগেই ইন্দ্র (Indra) বাবুর সাথে চূড়ান্ত নাটকীয়ভাবে বিয়ে হয়েছে মিতুলের। শুধুমাত্র গুগলির জন্যই মিতুল কে বিয়ে করে এনেছে ইন্দ্র।

খেলনা বাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,ইন্দ্র,Indra,গুগলি,Googly,নতুন প্রোমো,New Promo

এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন বিগত কয়েক দিন ধরেই এই সিরিয়ালে চলছিল টানটান উত্তেজনার পর্ব। গুগলির আসল মা নয় একথা এতদিনে লাহিড়ী বাড়ির সকলের সামনে এসেছে।কিছুদিন আগেই লাহিড়ী বাড়ির সকলের সামনেই এক দম্পতি এসে গুগলিকে নিজেদের মেয়ে বলে দাবি করে মিতুলকে চোর অপবাদ দিয়েছিল।
খেলনা বাড়ি,Khelna Bari,মিতুল,Mitul,ইন্দ্র,Indra,গুগলি,Googly,নতুন প্রোমো,New Promo
এমনকি এই মামলার গড়ায় আদালত পর্যন্তও। কিন্তু শেষ পর্যন্ত আসল ডিএনএ টেস্টের রেজাল্ট সামনে আসতেই বদলে যায় গোটা দৃশ্য। শেষ পর্যন্ত দেখা গিয়েছে ওই দম্পতির দাবি মিথ্যে ছিল। আসলে সবটাই ছিল সাজানো ঘটনা। তাই আবার নিজের মিতুল মায়ের কাছেই ফিরে এসেছে  গুগলি।

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের একটি নতুন প্রমো সেখানে দেখা যাচ্ছে সামনেই গুগলির জন্মদিন। সেই জন্মদিনের মিতুল মা আর বুড়ো ছেলের সাথে পিকনিকে বেরিয়েছে গুগলি। অন্যদিকেগুগলিই যে ইন্দ্রর আসল মেয়ে সোহাগ সে কথা জেনে গিয়েছে ইন্দ্রর ভাই। তাই সে গুগলিকে চিরকালের জন্য পৃথিবী থেকে  সরিয়ে দেওয়ার জন্য গাড়ির এক্সিডেন্ট করিয়ে দেয়। এখন দেখার শেষ পর্যন্ত এই মহা বিপদের হাত থেকে গুগলি মিতুল এবং ইন্দ্র কিভাবে রক্ষা পায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥