• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নায়িকা হোক বা পার্শ্ব চরিত্র, সবেতেই বাজিমাত! ছোটপর্দা কাঁপিয়েছেন টেলিপাড়ার এই ৫ অভিনেত্রী

Published on:

5 Television actresses who won viewers heart in lead role to side character

টেলিভিশনের পর্দায় দর্শকদের বিনোদনের জন্য একাধিক কাহিনী নিয়ে হাজির হয় নানা ধরণের সিরিয়াল। অনেক সিরিয়াল আসে ও চলে যায়, তবে কিছু মানুষের মনে গেঁথে যায়। শুধুমাত্র সিরিয়াল নয় বরং তার অভিনেতা অভিনেত্রীরাও জায়গা করে নেন দর্শকদের মনে। কেবলমাত্র মূল চরিত্র বা নায়কনায়িকা নয় বরং কিছু পার্শ্ব চরিত্ররাও মন জয় করেছেন বারেবারে। আজ বংট্রেন্ডের পর্দায় এমনই ৫নায়িকাদের তালিকা তুলে ধরা হল।

অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) : টেলিভিশিনের পর্দার একজন বেশ পরিচিত অভিনেত্রী হলেন অনামিকা চক্রবর্তী। এখানে আকাশ নীল থেকে রাজযোটক সিরিয়ালে একসময় মূল চরিত্রে অভিনয়ের জেরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। বর্তমানে ‘উড়ন তুবড়ি’ থেকে ‘লালকুঠি’ সিরিয়ালে দেখা যায় তাকে। তবে নায়িকার চরিত্রে না হলেও পার্শ্ব চরিত্রেই সকলের মন কেড়েছেন অভিনেত্রী।

Anamika Chakraborty

লাভলী মৈত্র (Lovely Maitra) : একসময়ের সুপারহিট সিরিয়াল ‘জল নূপুর’ আজও প্রায় সমস্ত দর্শকদেরই মনে রয়ে গিয়েছে। সিরিয়ালে কাজল চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী লাভলী মৈত্র। এরপরেও বেশ কিছু সিরিয়ালে কাজ করেছিলেন। তবে মাঝে অভিনয় থেকে বেরিয়ে রাজনীতিতে জড়িয়েছিলেন কয়েক বছর। তবে আবারও পর্দায় ফিরেছেন অভিনেত্রী। ‘গুড্ডি’ সিরিয়ালে পার্শ্ব চরিত্র ‘মিঠি’ রূপে দেখা যাচ্ছে তাকে। আর প্রথমবারের মত এবারেও দর্শকদের মুগ্ধ করেছেন নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে।

Jol Nupur actress Lovely Maitra agains winds viewrs heart in Guddi Serial as Mithi

গীতশ্রী রায় (Geetashree Ray) : একসময় সন্ধ্যে হলেই বাড়িতে বাড়িতে বেজে উঠত ‘রাশি তাঁর নাম’। হ্যাঁ ঠিকই ধরেছেন গীতশ্রী রায় অভিনীত প্রথম সিরিয়াল রাশি এর কথাই বলছি। এরপর দেবীপক্ষ সিরিয়ালেও ব্যাপক প্রশংসিত হয়েছিলেন তিনি। তবে একসময় নায়িকার চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পেলেও মন ফাগুন সিরিয়ালে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল তাকে। আর এবারেও দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জিতেছেন তিনি।

Rashi Actress Geetashree

সঙ্ঘমিত্রা তালুকদার (Sanghamitra Talukder) : চেনা ধাঁচের সিরিয়াল ছেড়ে একটু অন্য ধরণের কাহিনী নিয়ে শুরু হয়েছিল ‘আমার দূর্গা’। সেই সিরিয়ালে দুর্দান্ত অভিনয়ের দক্ষতায় দর্শকদের মন কেড়েছিলেন অভিনেত্রী সঙ্ঘমিত্রা তালুকদার। এমনকি জি বাংলার সর্বজয়া সিরিয়ালেও দারুন অভিনয় করেছিলেন তিনি। সকলেই অভিনেত্রীকে আবারও পর্দায় দেখার জন্য অপেক্ষায় রয়েছেন।

Sanghamitra Talukder

চাঁদনী সাহা (Chandni Saha) : টেলিভিশনের পর্দায় দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে অভিনেত্রী চাঁদনী সাহাকে। বিশেষ করে যমুনা ঢাকি মেগা সিরিয়ালে গীত চরিত্রে তাঁর অভিনয় নজর কেড়েছিল সকলের।

Chandni Saha,Geet,Jamuna Dhaki,

তবে এটা কিন্তু তার প্রথম সিরিয়াল ছিল না। ‘বিন্দি’ সিরিয়ালে প্রথম দেখা গিয়েছিল অভিনেত্রীকে। বর্তমানে ষ্টার জলসার নতুন সিরিয়াল ‘মাধবীলতা’ এ দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥