সিনেমার পর্দায় অনেকেই হয়তো দেখেছি, গ্রাম কিংবা ছোট শহর থেকে বড় শহরে এসেছেন একজন মানুষ। চোখে রয়েছে অনেক স্বপ্ন। বাস্তবের জীবনেও কিন্তু এমনটা হয়। গ্রাম কিংবা ছোট শহর থেকে অনেকেই অভিনেতা-অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে শহরে আসেন। কারোর স্বপ্ন পূরণ হয়, কারোর আবার হয় না। কেউ আবার অভিনেতা-অভিনেত্রী হতে পারলেও, মনের মতো চরিত্রে অভিনয়ের সুযোগ পান না। এমনটাই হয়েছে অভিনেত্রী (Tollywood actress) জুঁই সরকারের (Juiee Sarkar) সঙ্গে।
সদ্য শেষ হওয়া ‘উমা’ ধারাবাহিকে উমার দিদির চরিত্রে অভিনয় করছিলেন জুঁই। দেখতে সুন্দরী, অভিনয়ও বেশ ভালো, কিন্তু তা সত্ত্বেও এখনও মনের মতো চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছেন অভিনেত্রী। ‘উমা’ শেষ হওয়ার পর এখন তাঁর হাতে কোনও কাজও নেই।
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে এই নিয়ে মুখ খুলেছেন ‘উমা’র দিদি। সেখানেই তাঁর গলায় শোনা গিয়েছে আক্ষেপের সুর। জুঁই জানান, মালদার চাঁচল থেকে কলকাতায় এসেছিলেন সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করবেন বলে। কিন্তু ভাগ্যে লেখা ছিল অন্য কিছুই। সাংবাদিক না হয়ে অভিনেত্রী হয়ে যান জুঁই।
বহু জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে এই সুন্দরী অভিনেত্রীকে। ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘যমুনা ঢাকি’, ‘আমার দুর্গা’, ‘উমা’য় নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। কিন্তু কোনও ধারাবাহিকেই মুখ্য চরিত্রে দেখা যায়নি তাঁকে। সুন্দরী দেখতে, ভালো অভিনয় হওয়া সত্ত্বেও মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ না পেয়ে কোথাও যেন একটা জুঁইয়ের মনে আক্ষেপ রয়ে গিয়েছে।
এখন প্রায়ই দেখা যায় নবাগতাদের সুযোগ দেওয়া হচ্ছে বহু ধারাবাহিকে। অনেকে মডেলিংয়ের দুনিয়া থেকেও অভিনয় জগতে ডেবিউ করছেন। কিন্তু তা সত্ত্বেও কেন জুঁইয়ের মতো একজন সুন্দরী, প্রতিভাবান অভিনেত্রীকে নায়িকার চরিত্রে নেওয়া হয় না? এই প্রশ্ন জেগেছে অনেকের মনেই।
এই প্রসঙ্গে জুঁই বলেন, টলিউড ইন্ডাস্ট্রির সিনিয়ররা তাঁকে শিখিয়েছেন নিজের কষ্ট কোনোদিন সকলের সামনে আনতে নেই। তাহলে পরে সেটা নিয়েই শত্রুরা হাসাহাসি করে। আর ঠিক সেই কারণেই নিজের আক্ষেপগুলো নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন না অভিনেত্রী। তবে জুঁই বলেন, এখন মনের মতো চরিত্রে নিজের অভিনয় দক্ষতা দেখানোর সুযোগ না পেলেও ভবিষ্যতে আশা করছেন ঠিকই পাবেন। আর একবার সেই সুযোগ পেলেই দর্শকদের সামনে আরও ভালো করে নিজের অভিনয় প্রতিভা প্রদর্শন করতে পারবেন তিনি।