বলিউডের বহুচর্চিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) গত ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আর মুক্তির পর থেকে দর্শকদের চর্চার কেন্দ্রে চলে এসেছে এই ছবি। রণবীর কাপুর, আলিয়া ভাটের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ‘বয়কট’ স্লোগান উঠলেও, যেভাবে সেই সিনেমা বক্স অফিসে (Box office collection) ঝড় তুলেছে, তা দেখে অবাক হয়ে গিয়েছেন প্রত্যেকে।
অগ্রিম টিকিট বুকিং শুরু হতেই দর্শকদের মধ্যে ‘ব্রহ্মাস্ত্র’ ক্রেজ চোখে পড়েছিল। রিলিজের পর সেই ক্রেজ যেন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। প্রথমদিনেই বক্স অফিসে ঝড় তুলে করোনার পর সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তকমা আদায় করে নিয়েছিল ‘রণলিয়া’র ছবি। দ্বিতীয় দিনেও জারি রয়েছে সেই ট্রেন্ড।
প্রথমদিনে ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিস থেকে ৩৭ কোটি টাকা আয় করার পর দ্বিতীয় দিন আরও বেশি টাকা ঘরে তুলেছে। যা দেখার পর স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ছবির নির্মাতারা। বয়কট ট্রেন্ডকে পরাজিত করে যেভাবে ছবি বক্স অফিসে ঝড় তুলেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
‘ব্রহ্মাস্ত্র’র বক্স অফিস কালেকশনের নিরিখে বলা হলে, প্রথম দিন মোট ৩৭ কোটি টাকায় ব্যবসা করেছিল এই সিনেমা। এরপর দ্বিতীয় দিন ৪২ কোটি টাকা ঘরে তুলেছে ৫০০ কোটির এই সিনেমা। এর মধ্যে হিন্দি ভাষা থেকে ৩৭ কোটি এবং অন্যান্য ভাষা থেকে ৫ কোটি টাকা ঘরে তুলেছে এই ছবি। বিশেষজ্ঞদের মতে, এই ট্রেন্ড বজায় থাকলে রবিবারের মধ্যেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে যাবে এই ‘ব্রহ্মাস্ত্র’।
প্রসঙ্গত, যদি ‘ব্রহ্মাস্ত্র’র সারা বিশ্বের বক্স অফিস কালেকশনের নিরিখে বলা হয়, তাহলে কিন্তু মাত্র ২ দিনেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে এই সিনেমা। সারা বিশ্বে এখনও পর্যন্ত প্রায় ১৪০ কোটি টাকা আয় করে ফেলেছে অয়ন মুখার্জি পরিচালিত এই ছবি। চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, সপ্তাহান্তের মধ্যেই সেই অঙ্কটা ২০০ কোটি অতিক্রম করে যেতে পারে।
করণ জোহর প্রযোজিত এই বিগ বাজেট সিনেমায় রণবীর কাপুর, আলিয়া ভাট ছাড়াও অভিনয় করেছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, সাউথ সুপারস্টার নাগার্জুন এবং টেলিভিশনের ‘নাগিন’ মৌনী রায়। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে সুপারস্টার শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনকে। সব মিলিয়ে একেবারে জমজমাট এই ছবি।