• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুর্গাপুজোয় ফিতে কাটতে ৮৫ হাজার পারিশ্রমিক নেন মিঠাই! নীরবতা ভেঙে সপাট জবাব দিলেন সৌমিতৃষা 

Published on:

দুর্গাপুজো,Durgapujo,মিঠাই,Mithai,সৌমিত্রিশা কুন্ডু,Soumitrisha Kundu,Puja fees,পুজোর পারিশ্রমিক

পুজো এসে গিয়েছে। আকাশে নীল সাদা মেঘেদের ভেলা প্রতিদিনই জানান দিচ্ছে পুজো আসছে। সাধারণ মানুষ হোক কিংবা সেলিব্রিটি পুজোর এই দিনগুলোতে উৎসবের আনন্দে মেতে ওঠেন সকলে। উমা আসছে বাপের বাড়ি তাই এখন চরম ব্যস্ত গোটা মর্ত্যবাসী। পুজোর কেনাকাটা থেকে শুরু করে প্যান্ডেল সবেতেই চলছে জোর কদমে প্রস্তুতি।

ব্যতিক্রম নন সেলিব্রেটিরাও। তাই এখন তুমুল ব্যস্ততা টেলিপাড়াতেও। পুজোর দিনগুলো চুটিয়ে ছুটি কাটাতে হবে। তাই এখন এক মুহূর্ত সময় নষ্ট করার সময় নেই তাদের কারও কাছেই।এই কারণেই দুর্গাপুজোর (Durgapujo) আগে যতটা সম্ভব শুটিং এর সমস্ত কাজ  সেরে রাখতে চান সকলেই। তাই এখনই সময় পুজোর আগে সমস্ত  এপিসোড ব্যাংকিং করে রাখার।

দুর্গাপুজো,Durgapujo,মিঠাই,Mithai,সৌমিত্রিশা কুন্ডু,Soumitrisha Kundu,Puja fees,পুজোর পারিশ্রমিক

তবে শুধু শুটিংয়ের ব্যস্ততাই নয় পুজোর আগে তারকাদের থাকে আরও একটা গুরুত্বপূর্ণ কাজ। তা হল মণ্ডপে গিয়ে পুজোর উদ্বোধনের ফিতে কাটার পর্ব। আর এই সুযোগে এমন অনেক সেলিব্রেটি আছেন যারা এই সুযোগে মোটা দরও হাঁকেন। সকলেই জানেন এই মুহূর্তে বাংলার সেরা সিরিয়াল বলতে সবার মুখে আসে একটাই নাম। তা হল ‘মিঠাই’।

তাই এবারের প্রত্যেক পুজো কমিটিই সেলিব্রিটি হিসাবে মিঠাইকেই চায়। এরই মধ্যে সম্প্রতি প্রকাশ্যে এসেছিল বাংলার জনপ্রিয় সব  সিরিয়ালের তারকাদের পুজোর ফিতে কাটার পারিশ্রমিকের তালিকা। সেই তালিকার একেবারে উপরেই দেখা গিয়েছিল মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর নাম। পুজোয় ফিতে কাটার সম্ভাব্য পারিশ্রমিকের সেই তালিকায দেখে জানা গিয়েছিল পুজোর ফিতে কাটা বাবদ অভিনেত্রী নাকি নিয়ে থাকেন ৮৫ হাজার টাকা।

দুর্গাপুজো,Durgapujo,মিঠাই,Mithai,সৌমিত্রিশা কুন্ডু,Soumitrisha Kundu,Puja fees,পুজোর পারিশ্রমিক

যা দেখা মাত্রই স্বাভাবিকভাবেই চোখ কপালে উঠেছিল মিঠাই অনুরাগীদের। এই খবর কি আদৌ সত্যি তা জানতে সরাসরি অভিনেত্রীরই এক অনুরাগী সরাসরি প্রশ্ন ছুঁড়েছিলেন অভিনেত্রীর কাছেই। আর এই কথা সকলেরই জানা সোশ্যাল মিডিয়াতে দারুণ সক্রিয় থাকেন অভিনেত্রী সৌমিকুন্ডু।

তাই অনুরাগীর তরফ থেকে আসার প্রশ্নের উত্তর দিতে এক মুহূর্ত দেরি করেননি অভিনেত্রী। অনুরাগীর করা সেই প্রশ্নের উত্তর দিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছিলেন ‘আমি কখনো আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কারো সঙ্গে আলোচনা করিনি। এটা একেবারেই ভুল তথ্য’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥