এখনকার দিনে মানুষের সম্পর্কে দুটো ভালো কথা বলার লোক না থাকলেও সমালোচনা করার মতো লোকের কোনো অভাব নেই। এই যেমন নিজের করা বিতর্কিত মন্তব্যের জেরে বিগত বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছেন রান্নাঘরের রানী সুদীপা চ্যাটার্জী (Sudipa Chatterjee)। সম্প্রতি সুইগির ডেলিভারি বয়দের ওপর ক্ষোভ উগড়ে দিয়ে সোশ্যাল একটি পোস্ট করেছিলেন জনপ্রিয় এই সঞ্চালিকা।
সেই পোস্টে তিনি লিখেছিলেন ‘আমি শুধু জানতে চাই সুইগির একজন ডেলিভারি বয়ও ফোন না করে কেন গন্তব্যে পৌঁছাতে পারেন না? ফোন করে কেন বলবে, ‘আমি আসছি আপনি গেটটা খুলুন’ আমি কি দারোয়ান যে গেট খুলব?’ স্বাভাবিকভাবেই সুদীপার মত একজন জনপ্রিয় সঞ্চালিকার মুখে এমন মন্তব্য শুনে সকলেরই মনে হয়েছে প্রচন্ড অহংকারী তিনি।
যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে সেই পোস্ট ডিলিট করে দেওয়ার পাশাপাশি ক্ষমা চেয়ে একটি পোস্ট করেছিলেন সুদীপা। সেখানে তিনি চিঠির আকারে লিখেছিলেন ‘আমি যেটা বলতে চেয়েছি সেটা কেউ বুঝতেই পারেননি। একজন দরিদ্র ডেলিভারি বয় কে কেন অপমান করতে যাবো আমি? কল করবেন না অপশন সিলেক্ট করার পরেও কল আসে কোনো না কোনো বাহানায়’।
শেষে সুদীপা লিখেছিলেন ‘আশা করছি আমি যেটা বলতে চাইছি সেটা বোঝাতে পেরেছি। আমার কথায় যদি কাউকে আঘাত করে থাকি তাহলে দুঃখিত, ইচ্ছাকৃতভাবে করিনি’। কিন্তু ততক্ষণে সেই পোস্টের স্ক্রিনশট ঝড়ের বেগে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কমেন্ট সেকশনে একেবারে চাঁচাছোলা ভাষায় সুদীপার অহংকার নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন নেটিজেনরা। প্রকাশ্যে ‘অসভ্য’, ‘অভদ্র’ মহিলা বলে মন্তব্য করতেও ছাড়েননি অনেকে।


