টলিউডের অন্যতম নামী অভিনেতা শুধু নন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) হলেন খোদ ‘ইন্ডাস্ট্রি’। বুম্বা দা’কে ভালোবেসে এই নামেই সম্বোধন করে থাকেন তাঁর অনুরাগীরা। দশকের পর দশক ধরে টলিউডে রাজত্ব করছেন তিনি। হয়ে উঠেছেন দর্শকদের নয়নের মণি।
৫৯ বছর বয়সি প্রসেনজিৎ ১৯৬২ সালে ৩০ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন নামী অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। মাত্র ২১ বছর বয়সে অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন টলিউডের বুম্বাদা। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘দুটি পাতা’ ছবি দিয়ে ডেবিউ হয়েছিল তাঁর।
তবে সাফল্য মিলেছিল ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অমর সঙ্গী’র হাত ধরে। বিজয়েতা পণ্ডিতের বিপরীতে সেই ছবিতে অভিনয় করে রাতারাতি দর্শকদের নয়নের মণি হয়ে ওঠেন প্রসেনজিৎ। প্রায় চার দশক দীর্ঘ কেরিয়ারে অগুনতি সিনেমায় কাজ করেছেন তিনি।
‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের ঝুলিতে রয়েছেন একাধিক সুপারহিট সিনেমা। ‘অমর সঙ্গী’ থেকে শুরু করে ‘চোখের বালি’, ‘চলো পাল্টাই’ থেকে শুরু করে হালফিলের ‘আয় খুকু আয়’- বুম্বাদা’র ঝুলিতে রয়েছে একাধিক জনপ্রিয় সিনেমা। গত প্রায় চার দশক ধরে ইন্ডাস্ট্রি কাঁপানো এই অভিনেতা যে বিপুল সম্পত্তির মালিক হবেন, তা খানিক জানা কথাই। আজকের প্রতিবেদনে প্রসেনজিতের মোট সম্পত্তির পরিমাণ (Net Worth) তুলে ধরা হল।
টলিউডের এই নামী অভিনেতার সম্পত্তির কাছে ফেল ইন্ডাস্ট্রির বাকি অভিনেতারা। অন্তত সেলিব্রিটি নেট ওয়ার্থ নামক সাইট থেকে জানা গিয়েছে সেকথাই। সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তে বুম্বা দা প্রায় ৩০ মিলিয়ন ডলারের মালিক। ভারতীয় মুদ্রায় সেই অঙ্কটি ২০০ কোটির কিছু বেশি।
এছাড়াও কলকাতায় বুম্বাদার যে বিলাসবহুল বাড়ি রয়েছে সেকথাও অনুরাগীদের অজানা নয়। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সেই বাড়ির দর্শন হয়ে থাকে তাঁদের। নেটিজেনদের একাংশের বুম্বাদার বাড়ির ইন্টেরিয়র বেশ পছন্দের। একবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের সময় বুম্বা দা জানিয়েছিলেন, বাড়ির প্রত্যেকটি জিনিস তাঁর নিজের পছন্দ করে কেনা। এমনকি বিদেশ থেকেও বেশ কিছু জিনিস আনিয়েছেন তিনি।