বাংলা বিনোদন জগতের অন্যতম সেরা জুটি হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee ) এবং রচনা ব্যানার্জীর (Rachna Banerjee) জুটি। একসাথে জুটি বেঁধে একাধিক সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন তারা।একে ওপরের বিপরীতে অভিনয় করেছেন কম করে ৩৫টা ছবিতে। যদিও এখন আর বড় পর্দায় দেখা যায় না রচনাকে। জি বাংলার জনপ্রিয় গেম শো এর দৌলতে গোটা বাংলার ‘দিদি নাম্বার ১’ হয়ে উঠেছেন তিনি।
অন্যদিকে টলিউডের ইন্ডাস্ট্রি বলে পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দুজনের কাছেই বয়স একটা সংখ্যা। এই বয়সে এসেও একের পর এক বাংলা সিনেমা উপহার দিয়ে ছক্কা হাঁকিয়ে যাচ্ছেন বুম্বা দা। তবে বহুদিন পর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একই ফ্রেমে ধরা দিয়েছিলেন নবইয়ের দশকের এই জনপ্রিয় জুটি। তবে না কোনো সিনেমায় নয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রচনা ব্যানার্জীর একটি রীল ভিডিও শেয়ার করা হয়েছিল। যা মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। এদিনের এই ভিডিওতে দেখা যাচ্ছে পদ্মপাতা ভর্তি একটা জলাশয়ের ধারে দুর্দান্ত পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছেন রচনা এবং প্রসেনজিৎ।
ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রীর পরনে রয়েছে তুঁতে এবং লাল রংয়ের কম্বিনেশনের একটি শাড়ি,সেইসাথে মাথায় গোঁজা রয়েছে ফুল। আর তাকে পিছন দিয়ে জড়িয়ে ধরে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এদিন প্রসেনজিৎও পড়েছিলেন সুন্দর মাল্টি কালারের ডিজাইনার গলা বন্ধ পাঞ্জাবি। আর নিচে কালো রংয়ের ঢোলা প্যান্ট।
View this post on Instagram
দুজনকে পাশাপাশি বহুদিন পর একসাথে দেখে দারুন লাগছিল। এইভাবে পুরনো জুটিকে একসাথে দেখে দর্শকদর মনে বারবার ফিরে আসছিল ৯০ এর দশকের পুরনো ম্যাজিক। তাদেরকে বহুদিন পর এইভাবে একসাথে দেখে মুগ্ধ হয়েছেন তাদের অসংখ্য অনুরাগীরাও। কমেন্ট সেকশনেও উপচে পড়েছে অনুরাগীদের ভালোবাসার বার্তা। ব্যাকগ্রাউন্ডের বাজতে শোনা যাচ্ছে ‘আহা তোমার সঙ্গে’ ‘রবীন্দ্র সংগীত টি। এই ভিডিওটি শেয়ার করেছেন বাংলার জনপ্রিয় সেলিব্রিটি ফ্যাশন স্টাইলিস্ট রুদ্র সাহা (Rudra Saha)। সম্ভবত কোনো পত্রিকার জন্য একসাথে এই ফটোশুট (Photoshoot) করেছেন তারা