দীর্ঘ ৮ বছরের অপেক্ষা। অবশেষে ৯ সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত এই বিগ বাজেট সিনেমা তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা। তবে এত টাকা খরচ হলেও, ছবিটি কিন্তু দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়েছে। ছবিটি দেখার পর দর্শকদের প্রতিক্রিয়া (Review) থেকে জানা গিয়েছে এমনটাই।
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ফ্যান্টাসি ঘরানার এই সিনেমা নিয়ে দর্শকদের বিপুল প্রক্ত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে চরম ব্যর্থ হয়েছে তাঁরা। ছবির কাহিনী যথেষ্ট দুর্বল। সেই সঙ্গেই তারকাদের অভিনয়ও ছাপ ফেলতে ব্যর্থ হয়েছে। অনেকের আবার রববীর-আলিয়ার রসায়নও খুব একটা ভালোলাগেনি।
‘ব্রহ্মাস্ত্র’র কাহিনীর কথা বলা হলে, এই ছবিতে দেখানো হয়েছে শিবা নামের এক ছেলের কাহিনী। সে জানেই না যে তাঁর ভেতরে সুপারপাওয়ার রয়েছে। কিন্তু দশহরা এবং দিওয়ালির মধ্যে শিবার জীবনে এমন কিছু জিনিস ঘটে যা দেখে সেই এই বিষয়ে জানতে পারে।
পাশাপাশি ছবিতে এও দেখানো হয়, শিবা যেমন ভালো, তেমনই বেশ কিছু খারাপ শক্তিও রয়েছে, যারা ‘ব্রহ্মাস্ত্র’ হাসিল করতে চান। এই ‘ব্রহ্মাস্ত্র’ আবার তিন ভাগে বিভক্ত। এই তিন ভাগে বিভক্ত তিন অংশের রক্ষা এবং তাদের আদায় করা নিয়েই এগিয়েছে ছবির কাহিনী।
অভিনয়ের দিক থেকে বলা হলে, রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন ঠিকঠাক অভিনয় করেছেন। দর্শকদের একাংশ যদিও তাঁদের থেকে আরও কিছুটা বেশি প্রত্যাশা করছিলেন। তবে অল্প সময়ের জন্য থাকলেও নজর কেড়েছেন সাউথ সুপারস্টার নাগার্জুন। ভালো লেগেছে টেলিভিশনের ‘নাগিন’ মৌনী রায়ের অভিনয়ও।
তবে সব দিক মিলিয়ে বলা হলে, ‘ব্রহ্মাস্ত্র’র পিছনে যেখানে এত বছর ব্যয় করেছেন নির্মাতারা, সেখানে ছবিটির থেকে আরও অনেকটা বেশি প্রত্যাশা করেছিলেন দর্শকরা। এডিটিংয়েও বেশ কিছু খামতি চোখে পড়েছে। এডিটিংয়ের ক্ষেত্রে চাইলে আরও ২০-২৫ মিনিট করা করা যেত। সেই কারণে এক আধ সময় কিছু জিনিস বাড়তি মনে হয়েছে দর্শকদের। সব মিলিয়ে ৫০০ কোটির এই সিনেমা থেকে দর্শকরা যতটা আশা করেছিলেন, একেবারেই সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি নির্মাতারা।