• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ধুর্জুটি বাবার বুজরুকি ঘুচিয়ে দেবে ঈশান গৌরী! রত্ন চুরি আটকাতে আসছে নতুন টুইস্ট 

Published on:

গৌরী এলো,Gouri Elo,ঈশান,Ishan,গৌরী,Gouri,ধুর্জুটি বাবা,Dhurjuti Baba,ছদ্মবেশ,Disguise,নতুন চমক,New twist

সিরিয়াল মানে দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। সারাদিনের ব্যস্ত জীবনে একমুঠো অক্সিজেনের মতো কাজ করে এই বিনোদনমূলক সিরিয়ালগুলি। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে এখন প্রায় প্রতি মাসেই নিয়ে আসা হচ্ছে নিত্যনতুন সিরিয়াল। এখনকার দিনে সব সিরিয়ালের শেষ কথাই টিআরপি। তাই টিআরপির লড়াইয়ে এগিয়ে থাকার কারণেই প্রত্যেকটি সিরিয়ালে এখন নিয়ে আসা হয় নিত্য নতুন চমক।

সেই সাথে সারা সপ্তাহ ধরে কোন চ্যানেলে সিরিয়াল কত বেশি টিআরপি পায় তা নিয়ে চ্যানেল গুলির মধ্যে চলে  থাকে ব্যাপক রেষারেষি। এ কথা সকলেই জানেন এই মুহূর্তে বাংলার দই দুই জনপ্রিয় বিনোদন মূলক চ্যানেল হল স্টার জলসা এবং জি বাংলা। সোশ্যাল মিডিয়ায় এই দুই চ্যানেলেরই রয়েছে আলাদা আলাদা ফ্যানপেজ।

গৌরী এলো,Gouri Elo,ঈশান,Ishan,গৌরী,Gouri,ধুর্জুটি বাবা,Dhurjuti Baba,ছদ্মবেশ,Disguise,নতুন চমক,New twist

এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘গৌরী এলো’। ধারাবাহিকে গৌরী চরিত্রে মোহনা মাইতির অভিনয় দেখে যদিও সবাই তাকে ‘ন্যাকা’ বলে কটাক্ষ করেন। কিন্তু তারপরেও চলতি সপ্তাহের টিআরপি  রেটিং-এ একেবারে তাক লাগিয়ে দিয়েছে গৌরী। টিআরপি তালিকায় বিরাট সাফল্যের পর এবার ‘গৌরী এল’-তে আসতে চলেছে আরও একটি নতুন চমক।

গৌরী এলো,Gouri Elo,ঈশান,Ishan,গৌরী,Gouri,ধুর্জুটি বাবা,Dhurjuti Baba,ছদ্মবেশ,Disguise,নতুন চমক,New twist

আসলে এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন সিরিয়ালে মাঝেমধ্যেই গৌরীকে রত্ন চুরি করার অপবাদ দেয় শৈল মা। তাই এদিন বাড়ির সকলের সামনে চিৎকার করে গৌরী জানিয়ে দিয়েছে সে যে রত্ন নেয়নি সে কথা সে প্রমাণ করে দেবে। সেইসাথে সে খুঁজে বার করবে কে আসল রত্ন চোর। তাই এবার চোর ধরতে নতুন ছদ্মবেশ নিতে চলেছে ঈশান গৌরী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রকাশ্যে এসেছে যার ‘বিহাইন্ড দ্য সিন’ ভিডিও। সেখানে দেখা যাচ্ছে ভন্ড ধূর্জুটি বাবার বুজরুকি ধরতে ঈশান গৌরী সেজেছে এক বৃদ্ধ দম্পতি,আর তার ছোটকাকা আর কাকিমা সেজেছে একেবারে মডার্ন কাপল। আর এইভাবে ছদ্মবেশ নিয়েই তারা পৌঁছে গিয়েছে ধূর্জুটি বাবার আশ্রমে। সেই সাথে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই আসন্ন পর্বের  নতুন প্রমোর একটি ছবিও এসেছে প্রকাশ্যে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥