• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অসুর নাকি ‘করোনাসুর’, অধঃপতন হচ্ছে! জি বাংলার মহালয়ার ঝলক দেখে হাসির রোল নেটপাড়ায়

Published on:

মহালয়া,Mohaloya,দুর্গাপুজো,Durgapujo,করোনাসুর,Coronasur,অসুর,Asur,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

পুজো একেবারে দোরগোড়ায়। আর মাত্র কটা দিনের অপেক্ষা, তারপরে দেখতে দেখতে এসে পড়বে বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো (Durgapujo)। পূজোর প্যান্ডেল হোক কিংবা কেনাঘাটা এখন চারদিকে চলছে জোর কদমে প্রস্তুতি। এক বছর পর কৈলাস থেকে সন্তানদের নিয়ে বাপের বাড়িতে আসছেন দেবী দুর্গা। এই দিনগুলোর অপেক্ষায় সারা বছর থাকেন গোটা মর্ত্যবাসী।  তাই পুজোর দিনগুলোয় সব কষ্ট দুঃখ এক নিমেষে  ভুলে যান সকলে।

মেতে ওঠেন উৎসবের আনন্দে। আর পূজোর আগেই প্রতিবার মহালয়া (Mohaloya) দিয়েই শুরু হয় পুজোর গৌরচন্দ্রিকা। এ বছর চলতি মাসেই অর্থাৎ ২৫ সেপ্টেম্বর পড়েছে মহালয়া। আর মহালয়া মানেই বাংলা টেলিভিশন চ্যানেল গুলিতে থাকে তুমুল ব্যস্ততা। মহালয়ার সকালে তাক লাগানো অনুষ্ঠানের সম্প্রচার করতে কোন রকমফাঁক রাখেন না তারা।

মহালয়া,Mohaloya,দুর্গাপুজো,Durgapujo,করোনাসুর,Coronasur,অসুর,Asur,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বিভিন্ন বিনোদনমূলক চ্যানেলের মহালয়ার প্রথম ঝলক।  তাদের মধ্যে অন্যতম হলো জি বাংলার মহালয়া।প্রতিবারের মত এবারও এই মহালয়াকে কেন্দ্র করে থাকছে  একাধিক চমক। গতবারের মত এবার সিংহবাহিনী  ত্রিনয়নী দেবী দুর্গার রূপে দেখা যাচ্ছে টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে।

মহালয়া,Mohaloya,দুর্গাপুজো,Durgapujo,করোনাসুর,Coronasur,অসুর,Asur,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

তার সাথে দেবী দুর্গার অন্যান্য রূপে ধরা দিচ্ছেন জি বাংলার সব জনপ্রিয় সিরিয়ালের অভিনেত্রীরা। এবার এই চ্যানেলের তরফে শিবের ভূমিকায় দেখা যাবে ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের সঙ্গীত অভিনেতা রুবেল দাস কে। তবে সদ্য প্রকাশ্যে আসা মহালয়ার বিহাইন্ড দ্য সিনে দেখা মিলেছে জি বাংলার অসুরের। তাও আবার যে সে অসুর নয়।

মহালয়া,Mohaloya,দুর্গাপুজো,Durgapujo,করোনাসুর,Coronasur,অসুর,Asur,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

এই অসুর হল ‘করোনাসুর’ (Coronasur) আসলে প্রধান অসুর ছাড়াও এই চ্যানেলে তরফে এমন একজন অসুরকে দেখানো হয়েছে যার মাথায় করোনার মতো কাঁটা  রয়েছে। যা দেখে নেটপ্রায় শুরু হয়েছে ব্যাপক হাসাহাসি। তাকে দেখে অনেকেই করোনাসুর বলে মন্তব্য করেছেন,আবার একজন লিখেছেন এইভাবে দিনে দিনে অধঃপতন হচ্ছে মহালয়ার।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥